ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ০৫ জুলাই ২০২৫

English

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে পরিবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক দায়িত্ব

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১১:০৬, ৫ জুলাই ২০২৫

রোহিঙ্গা প্রত্যাবাসনে পরিবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক দায়িত্ব

সংগৃহীত ছবি

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে রাখাইন রাজ্যে নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ দ্রুত নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব বলে মন্তব্য করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে ওআইসির উদ্যোগে উত্থাপিত ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজ্যুলুশন গৃহীত হওয়ার প্রাক্কালে এই মন্তব্য করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

তিনি বলেন, "রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদা রক্ষায় রাখাইনে দ্রুত একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এটি কেবল বাংলাদেশের নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্ব।"

রাষ্ট্রদূত আরও বলেন, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও ‘আরাকান আর্মি’র মধ্যে চলমান সংঘাত মানবিক সহায়তা কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে এবং রোহিঙ্গাদের দুর্দশা আরও বাড়িয়ে তুলছে। শুধু ২০২৩ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের রোহিঙ্গা সম্মেলনে সময়বদ্ধ ও বাস্তবভিত্তিক সমাধানের ওপর জোর দেওয়ার আহ্বান জানান।

এদিকে, অধিবেশনে সর্বসম্মতিক্রমে গৃহীত রেজ্যুলুশনে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা হ্রাস পাওয়ার বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে তুলে ধরা হয়। রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

রেজ্যুলুশনে রাখাইনে বিচারহীনতা ও দায়মুক্তির সংস্কৃতি বন্ধে জবাবদিহিতা নিশ্চিত করা, রোহিঙ্গাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অর্থবহ অংশগ্রহণ এবং একটি অন্তর্ভুক্তিমূলক শাসন কাঠামো গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, চলমান ৫৯তম অধিবেশনটি শুরু হয়েছে ১৬ জুন এবং এটি চলবে ৯ জুলাই ২০২৫ পর্যন্ত।

//এল//

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল: ৭০,৮০০ একর পুড়ে ছাই

সাবেক সিইসি এটিএম শামসুল হুদা ইন্তেকাল করেছেন

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে ব্যাংকিং সিস্টেমে প্রভাবের শঙ্কা

থ্রি-জিরো লক্ষ্যে মুসলিম দেশগুলোর একতা চাইলেন রিজওয়ানা

লেবার পার্টি ছেড়ে নতুন দল গঠনের ঘোষণা ব্রিটিশ এমপি জারার

আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন

কানাডায় স্পেশাল শিশু তীর্থ এর উপর নির্যাতনের প্রতিবাদ

বিচ্ছেদের পর কঠিন সময় পার করেছি : মিথিলা

যান্ত্রিক ত্রুটি, চট্টগ্রামে রানওয়েতে হজযাত্রীদের নিয়ে আটকা বিমান

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ২৪

সবজির দামে উত্তাপ, মাংসের দরও বাড়তি

বাংলাদেশ ছাত্রপক্ষের সভাপতি প্রিন্স, সম্পাদক রাফিউর 

আমরা যেনতেন নির্বাচন চাই না: জামায়াত আমির

রোহিঙ্গা প্রত্যাবাসনে পরিবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক দায়িত্ব