ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ২৭ জুন ২০২৫

English

জাতীয়

পবিত্র আশুরা ৬ জুলাই

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২১:০০, ২৬ জুন ২০২৫

পবিত্র আশুরা ৬ জুলাই

ফাইল ছবি

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার (২৭ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী ৬ জুলাই (রবিবার) পবিত্র আশুরা পালিত হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি জানান, পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকেতে প্রাপ্ত তথ্য নিয়ে সভায় পর্যালোচনা করা হয়।

এতে দেখা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। তাই শুক্রবার (২৭ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ৬ জুলাই পবিত্র আশুরা (১০ মহররম) পালিত হবে।

সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, ওয়াকফ প্রশাসক মো. নূর-ই-আলম, তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী সরকার, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জল হোসেন, ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ চৌধুরী, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মহররম মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়। এদিন ও এর আগে বা পরে একদিন মিলে মোট দুটি রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ রোজা রাখাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পছন্দ করতেন বলে হাদিস শরিফে বর্ণিত আছে। হাদিসে আছে, পবিত্র আশুরার রোজা রাখলে বিগত এক বছরের ছগিরা গোনাহ আল্লাহ মাফ করে দেন (মুসলিম, ১১৬২)।

ইউ

ইসরায়েলে সাইবার হামলা, সামরিক গোপন নথি ফাঁস

হঠাৎ রক্তচাপ নেমে গেলে যা করবেন

হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজে পুরস্কার পেলেন শফিকুল 

নিউইয়র্কের কাউন্সিল নির্বাচনে বিজয়ী বাংলাদেশি শাহানা 

রাজধানীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, মামলা না নিয়ে জিডি করালো পুলিশ

খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল: ইসরায়েলি মন্ত্রী

পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই শিক্ষার্থী

‘চীন-পাকিস্তানকে নিয়ে কোনো জোট করছে না বাংলাদেশ’

ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, আক্রান্ত ১৯৫

তারেককে ‘মাস্টারমাইন্ড’ বলায় সারজিসের প্রতিক্রিয়া

আমেরিকার মুখে কঠিন থাপ্পড় মেরেছে ইরান: খামেনি

পবিত্র আশুরা ৬ জুলাই

প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ

নতুন বাংলাদেশ হতে হবে নির্যাতনমুক্ত: এনসিপির দাবি

শেখ পরিবারের নামে থাকা ৮০৮ স্থাপনার নাম পরিবর্তন