ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ১৫ মে ২০২৫

English

জাতীয়

ঢাকা শহরে পহেলা জুন থেকে গাছ লাগানো শুরু: ডিএনসিসি

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৩, ১৫ মে ২০২৫

ঢাকা শহরে পহেলা জুন থেকে গাছ লাগানো শুরু: ডিএনসিসি

ছবি: উইমেনআই২৪ ডটকম

আসন্ন বর্ষা মৌসুমে ঢাকা শহরকে সবুজায়ন করতে পহেলা জুন থেকে ঢাকা শহর জুড়ে খাল, লেক, উন্মুক্ত স্থান ও মাঠে ব্যাপক আকারে উন্নয়ন ও বৃক্ষরোপন  শুরু হচ্ছে। এরই মধ্যে সারা নগরের জন্য ল্যান্ডস্ক্যাপ আর্কিটেক সম্পন্ন হয়েছে। উদ্ভিদবিদদের পরামর্শে খাল ও লেক পাড়ে গাছ লাগানো হবে। এই উদ্যোগগুলোকে সফল করতে আমরা সকল অংশীদারদের পাশে থাকবেন বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। 

১৪ মে (বুধবার) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো “খাল বাঁচলে, বাঁচাবে নগর – প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উত্তম চর্চার প্রসার” শীর্ষক একটি অভিজ্ঞতা বিনিময় সভায়  এ আহ্বান জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

প্লাস্টিক ফ্রি রিভারস এন্ড সীস ফর সাউথ এশিয়া  প্রকল্প–এর আওতায় কল্যাণপুর খাল এলাকায় বাস্তবায়িত একটি পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল তুলে ধরতে এ আয়োজন করা হয়। যা ঢাকার নগর জলাশয় পুনরুদ্ধার এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উদ্ভাবনী কার্যক্রমের উপর ভিত্তি করে তৈরি।

প্রধান অতিথি  ছিলেন  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। বিশেষ অতিথি  ছিলেন  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মোঃ মাহবুবুর রহমান তালুকদার,    নেদারল্যান্ডস দূতাবাসের বাংলাদেশের  সিনিয়র উপদেষ্টা ড. শিবলী সাদিক এবং   ইউএনওপিএস এআর, স্যামকো, বাংলাদেশর পার্টনারশিপ এডভাইজার শিরীন সুলতানা। 

শুভেচ্ছা বক্তব্য দেন    ডিএনসিসির  প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এবিএম শামসুল আলম এবং  স্বাগত বক্তব্য দেন রেড অরেঞ্জ লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক অর্ণব চক্রবর্তী। 

প্রযুক্তিভিত্তিক উপস্থাপনা করেন   সিএসআইআরএস- ইউআইইউ পরিচালক ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মুজিবুর রহমান এবং  রেড অরেঞ্জ লিমিটেডের পরিচালক (স্ট্রাটেজি) জান্নাতুল মুনিয়া,  কল্যাণপুর খালে বাস্তবায়িত প্রযুক্তিগত ফ্লোটিং ব্যারিয়ার এবং এর সাফল্য তুলে ধরেন।

‘প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পথনির্দেশনা’ শীর্ষক সেশনে বক্তব্য দেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মঈন উদ্দিন এবং  ডিএসসিসির প্রধান প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম। 

মোহাম্মদ এজাজ বলেন, পূর্বে খাল পরিষ্কারে ১০০ কোটি টাকার উপর খরচ হয়েছে।  এখন আমরা ১০০ কিলোমিটারের  উপর খাল পরিষ্কার করেছি ১০ কোটি টাকারও কমে। এগুলো হলো পরিবর্তন। অনেক খাল পুনরুদ্ধার করা হয়েছে। সাসটেইনেবলের ক্ষেত্রে  রেড অরেঞ্জ লিমিটেডের মাধ্যমে স্কুল গুলো যদি অংশ নেয় তাহলে দ্রুত পরিবর্তন সম্ভব। 

তিনি আরো বলেন, ‘আমরা ইতোমধ্যে ঢাকা শহরের ৩৩ টি খালকে রক্ষনাবেক্ষন ও দুইপাড়ে গাছ লাগিয়ে সবুজায়ন করার জন্য স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দিয়েছি। প্রতি এক কিলোমিটার খালের পাড়ে গাছ লাগানো ও রক্ষনাবেক্ষনের জন্য একজন করে মালী নিয়োগ দিচ্ছি।’

এই প্রজেক্ট থেকে প্রাপ্ত ভাসমান বর্জ্যের শ্রেণীবিন্যাস করতে পারলে এই বর্জ্য উৎপাদনকারীদের কাছে উপস্থাপন করা যেতো। যাতে তারা পরবর্তীতে সঠিক ব্যবস্থাপনা আওতায় আনতে পারে। 

তিনি তার বক্তব্যে ডিএনসিসি, রেড অরেঞ্জ, সিএসআইআরএস- ইউআইইউ ও অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন এবং ঢাকাকে পরিচ্ছন্ন ও টেকসই নগরী হিসেবে গড়ে তুলতে উদ্ভাবনী উদ্যোগগুলোর পাশে থাকার আশ্বাস দেন।

শিরীন সুলতানা বলেন,  এই ব্যারিয়ারের মাধ্যমে  এটা একটি সম্মিলিত প্রচেষ্টা।  এটা শুধু জলাবদ্ধতা  কমাবে না, মশার উপদ্রবও কমাবে। 

অর্ণব চক্রবর্তী বলেন, এটা একটা পাইলট উদ্যোগ।  এর মাধ্যমে আমরা একটা মডেল দাঁড় করানোর চেষ্টা করেছি। ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে গাইডেন্স পেয়েছি। এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া। 

মোঃ মাহবুবুর রহমান তালুকদার বলেন, ৩ হাজার ২০০ টন  বর্জ্য আমরা সংগ্রহ করি। এর মধ্যে ২০ শতাংশ প্লাস্টিক বর্জ্য রয়েছে। এর  মধ্যে ৫ শতাংশ মাইক্রো গ্রাম প্লাস্টিক বর্জ্য আছে। যা আমরা সংগ্রহ করতে পারছি। এর উপরের স্তর নিয়ে স্টাডি বা  রিসাইকলে বেশি সময় দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ৫ শতাংশ মাইক্রো গ্রামে  পলি ব্যাগ, একবার ব্যবহারিত প্লাস্টিক রয়েছে। এ নিয়ে আমাদের বিশ্লেষণ খুব কম করা হয়েছে। ২০ শতাংশ 

 প্লাস্টিক বর্জ্যের মধ্যে ৭০ শতাংশ একবার ব্যবহারিত প্লাস্টিক রয়েছে। এটা কতোটা  সাসটেইনেবল  হবে, রিসাইকল প্রজেক্টটা সাসটেইনেবল  করা যায়। সরকারকে স্বীকৃতি দিতে হবে। 

এরপর উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং মতামত তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে নগর পরিবেশ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ, নীতিমালা প্রণয়ন এবং জনসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হয়।

ড. শিবলী সাদিক বলেন, সিদ্ধান্ত নেওয়ার  ক্ষেত্রে সরকার,  জনগণ,  সিভিল সোসাইটি,  নলেজ ইনস্টিটিউট এবং প্রাইভেট সেক্টর যৌথভাবে গুরুত্ব সহকারে  কাজ করতে হবে। এ প্রজেক্ট ইন্টেরিয়র এপ্রোচের ভেতর চলে এসেছে। 

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মঈন উদ্দিন বলেন,  বৃষ্টির পানি দ্রুততম সময়ের মধ্যে নদীতে,  সাগরে যেতে পারছে না। এর কারণ আমাদের ড্রেনের পানি খালের মাধ্যমে নদীতে যেতে পারছে না। যার কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। ঢাকা মহানগরের লোকজন ভোগান্তির শিকার হচ্ছে।  খালকে বাঁচাতে পারলে ঢাকা মহানগর রক্ষা করতে পারব। ১ হাজার ২০০ কিলোমিটার ড্রেন সিস্টেম রয়েছে।  খালের প্রবাহ ৮৬ কিলোমিটার। সবাই প্লাস্টিক, আবর্জনা ঝাড়ু দিয়ে ড্রেনে ফেলছে। বৃষ্টির পানি এর কারণে ড্রেনে যেতে বাধাগ্রস্ত হচ্ছে। এই ড্রেনের পানি খালে যাচ্ছে। খালের উপরে প্লাস্টিক আর নিচে পয়ঃ বর্জ্য। 

সভাপতির বক্তব্যে আবু সায়েদ মোঃ কামরুজ্জামান  অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষে একসাথে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, পাউডারের খোল মাইক্রো প্লাস্টিক এটা যেন খালে বা জলাশয় না আসে, সেজন্য সবাইকে সচেতন হতে হবে। একসাথে কাজ করলেই টেকসই সমাধান সম্ভব।

বক্তারা বুড়িগঙ্গা নদীতে ৫ মিলিমিটার পর্যন্ত  মাইক্রো প্লাস্টিক পাওয়ার কথা উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, নগরের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর সমাধান ভাগাভাগি করে নেবার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে রেড অরেঞ্জ লিমিটেড। শিক্ষাথীদের দিয়ে খাল পরিষ্কার করলে খাল বাঁচানো সম্ভব বলেও মন্তব্য করেন । এই অভিজ্ঞতা বিনিময় সভায় নগরের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর সমাধান, নীতিনির্ধারণী পরামর্শ এবং অংশীদারিত্বভিত্তিক উদ্যোগের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে  মত দেন উপস্থিত বক্তারা।

প্লাস্টিক ফ্রি রিভারস অ্যান্ড সীস ফর সাউথ এশিয়া  প্রকল্পের আওতায় কল্যাণপুর খাল এলাকায় বাস্তবায়িত একটি পাইলট প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরা হয়। 

 

ইউ

গণমাধ্যমের ওপর সরকার হস্তক্ষেপ করছে না: মাহফুজ

দেড় কোটি টাকা ও ৪০ ভরি স্বর্ণ চুরি করা সেই কেয়ারটেকার গ্রেপ্তার

নগদের নতুন সিইও সাফায়েত আলম

মালয়েশিয়া দেড় লাখ শ্রমিক নেবে, বাংলাদেশিদের জন্য অগ্রাধিকার সুযোগ

প্রধান বিচারপতির বাসভবনসহ ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

সাকিব ও মুস্তাফিজের এনওসি চেয়ে বিসিবিতে আবেদন

সাকিবকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা

সিন্ধু পানি চুক্তি নিয়ে উত্তেজনা: ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাকিস্তানের

খুলনায় ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর আনন্দ র‌্যালি

পুরস্কৃত হলেন তিন এসএমই উদ্যোক্তা

অ্যাপলের পণ্য ভারতে উৎপাদন বন্ধ চান ট্রাম্প

ডিজিটাল ব্যাংকিং সেবায় পুরস্কার পেল ইসলামী ব্যাংক

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে: রিজভী

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে নগরভবনের সব গেটে তালা

সোহরাওয়ার্দী উদ্যানে শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো দক্ষিণ সিটি