ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ১৫ মে ২০২৫

English

জাতীয়

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে নগরভবনের সব গেটে তালা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৮, ১৫ মে ২০২৫

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে নগরভবনের সব গেটে তালা

ছবি সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব প্রদান নিশ্চিত করার দাবিতে দ্বিতীয় দিনের মতো নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকেই বিক্ষোভকারীরা নগর ভবনের সব গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন, ফলে বন্ধ হয়ে গেছে সকল প্রকার অফিস কার্যক্রম।

‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানারে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা নগর ভবনের সামনে জড়ো হন। বিক্ষোভের কারণে নগর ভবনের মূল ফটকসহ আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে সেবা নিতে আসা সাধারণ মানুষকে ফিরে যেতে হচ্ছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দুপুর ১২টা পর্যন্ত নগর ভবনে প্রবেশ করতে পারেননি। এমনকি ১২ তলায় অবস্থিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমও স্থগিত রয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তালাবদ্ধ অবস্থার খবর শুনে অফিসেই যাননি।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, আদালতের রায় ও নির্বাচন কমিশনের (ইসি) গেজেট প্রকাশ সত্ত্বেও ইশরাক হোসেনের শপথ গ্রহণে বিলম্ব করা হচ্ছে। তারা বলেন, “জনতার রায়ে নির্বাচিত ইশরাককে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার পেছনে সরকার রাজনৈতিক টালবাহানা করছে। তাই আমরা বাধ্য হয়ে লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছি।”

প্রসঙ্গত, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে। কিন্তু এখনও পর্যন্ত তার শপথ গ্রহণ হয়নি, যা নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে সমর্থকদের মাঝে।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আন্দোলন চলমান থাকায় নগর ভবনের কার্যক্রম ফের চালু হতে কবে নাগাদ পারবে, তা অনিশ্চিত।

ইউ

জনগণের অংশীদারিত্বে জনমুখী বাজেট চাই

নিরাপদে হাঁটা ও সাইকেল চালানোর পরিবেশ তৈরির  দাবি

সোনার নতুন দাম নির্ধারণ, ভরি কত?

গণমাধ্যমের ওপর সরকার হস্তক্ষেপ করছে না: মাহফুজ

দেড় কোটি টাকা ও ৪০ ভরি স্বর্ণ চুরি করা সেই কেয়ারটেকার গ্রেপ্তার

নগদের নতুন সিইও সাফায়েত আলম

মালয়েশিয়া দেড় লাখ শ্রমিক নেবে, বাংলাদেশিদের জন্য অগ্রাধিকার সুযোগ

প্রধান বিচারপতির বাসভবনসহ ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

সাকিব ও মুস্তাফিজের এনওসি চেয়ে বিসিবিতে আবেদন

সাকিবকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা

সিন্ধু পানি চুক্তি নিয়ে উত্তেজনা: ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাকিস্তানের

খুলনায় ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর আনন্দ র‌্যালি

পুরস্কৃত হলেন তিন এসএমই উদ্যোক্তা

অ্যাপলের পণ্য ভারতে উৎপাদন বন্ধ চান ট্রাম্প

ডিজিটাল ব্যাংকিং সেবায় পুরস্কার পেল ইসলামী ব্যাংক