ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ১৬ মে ২০২৫

English

জাতীয়

গণমাধ্যমের ওপর সরকার হস্তক্ষেপ করছে না: মাহফুজ

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ২১:০৯, ১৫ মে ২০২৫

গণমাধ্যমের ওপর সরকার হস্তক্ষেপ করছে না: মাহফুজ

সংগৃহীত ছবি

দেশের গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না বলে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। 

বৃহস্পতিবার বিকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তাদের এক সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সেখানে মাহফুজ এ কথা বলেন। 

সাক্ষাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম বিষয়ে আলোচনা হয়। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বেশ কিছু সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের দায়িত্ব ও সুরক্ষা-সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের বিষয়ও বিবেচনা করা হচ্ছে। 

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহের তথ্য প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ওপর বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র তৈরি করা হয়েছে এবং সেগুলো গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। এর পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ওপর কয়েকটি প্রকাশনাও তৈরি করা হয়েছে। সাক্ষাতে উপদেষ্টা আরও জানান, আগামী ৫ই আগস্ট উদ্যাপন উপলক্ষ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও কিছু প্রামাণ্যচিত্র ও প্রকাশনা তৈরি করা হবে।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, এ বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ উন্নতি করেছে। এ সাফল্যের জন্য তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। ব্রিটিশ গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার বিষয়ে হাইকমিশনার তার অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তিনি বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় দুই দেশের মধ্যকার স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি এলি বুট উপস্থিত ছিলেন।

//এল//

জনগণের অংশীদারিত্বে জনমুখী বাজেট চাই

নিরাপদে হাঁটা ও সাইকেল চালানোর পরিবেশ তৈরির  দাবি

সোনার নতুন দাম নির্ধারণ, ভরি কত?

গণমাধ্যমের ওপর সরকার হস্তক্ষেপ করছে না: মাহফুজ

দেড় কোটি টাকা ও ৪০ ভরি স্বর্ণ চুরি করা সেই কেয়ারটেকার গ্রেপ্তার

নগদের নতুন সিইও সাফায়েত আলম

মালয়েশিয়া দেড় লাখ শ্রমিক নেবে, বাংলাদেশিদের জন্য অগ্রাধিকার সুযোগ

প্রধান বিচারপতির বাসভবনসহ ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

সাকিব ও মুস্তাফিজের এনওসি চেয়ে বিসিবিতে আবেদন

সাকিবকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা

সিন্ধু পানি চুক্তি নিয়ে উত্তেজনা: ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাকিস্তানের

খুলনায় ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর আনন্দ র‌্যালি

পুরস্কৃত হলেন তিন এসএমই উদ্যোক্তা

অ্যাপলের পণ্য ভারতে উৎপাদন বন্ধ চান ট্রাম্প

ডিজিটাল ব্যাংকিং সেবায় পুরস্কার পেল ইসলামী ব্যাংক