
সংগৃহীত ছবি
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক হয়েছে। শনিবার (৩ মে) রাত সোয়া ৮টার দিকে অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাকড করা হয় বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এ এইচ এম মাসুম বিল্লাহ।
তিনি বলেন, ফেসবুক পেজ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ চলছে।
জানা গেছে, ইন্দোনেশিয়ার হ্যাকাররা মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক করেছে। পেজটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে সেখান থেকে তারা জুয়ার লাইভ প্রচার চালায়। পরে রাত সাড়ে ৮টার দিকে পেজটি বন্ধ করে দেওয়া হয়।
হ্যাকারারা ফেসবুক পেজে ইন্দোনেশিয়ার ভাষা ‘বাহাসা’য় প্রচার চালায়। তবে হ্যাকারদের মূল পরিচয় আড়াল করতে বাহাসা ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, হ্যাকাররা ফেসবুক পেজে জুয়ার প্রচার চালাচ্ছে। এতে ইন্দোনেশিয়ার ভাষা ‘বাহাসা’য় কিছু প্রচার চলছে। তবে হ্যাকারদের মূল পরিচয় আড়াল করতে বাহাসা ব্যবহার করা হচ্ছে, এমনটা মনে করছি আমরা।
//এল//