ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪

English

জাতীয়

চিরনিদ্রায় শায়িত পাইলট জাওয়াদ

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১৯:৩১, ১০ মে ২০২৪

চিরনিদ্রায় শায়িত পাইলট জাওয়াদ

সংগৃহীত ছবি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আসিম জাওয়াদ রিফাতকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে নিজ জেলা মানিকগঞ্জে। শুক্রবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে সেওতা কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে আসিম জাওয়াদের ফিউনারেল প্যারেড এবং দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
স্থানীয়রা জানান, আসিম জাওয়াদ তাদের গর্ব, তাদের অহংকার। তিনি ছাত্রজীবনে নানান স্তরে মেধার স্বাক্ষর রেখেছেন। কর্মজীবনেও ছিলেন অকুতোভয় সৈনিক। তার এ চলে যাওয়া আমাদের জন্য, দেশের জন্য বড় ক্ষতি হয়ে গেল।

এর আগে সকাল ৮টায় চট্টগ্রাম থেকে বিমান বাহিনীর একটি বিমানে করে আসিম জাওয়াদের মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। এরপর দ্বিতীয় জানাজা ও ফিউনারেল প্যারেডের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাশারের প্যারেড গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়।

সকাল ১০টা ২০ মিনিটে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও তিন বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

গতকাল বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা জহুরুল হক বিমান ঘাঁটি থেকে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বিমানটিতে আগুন ধরে যায়।

এরপর বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়ে গুরুতর আহত হন উইং কমান্ডার সোহান ও স্কোয়াড্রন লিডার আসিম। পতেঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যান স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ।

//এল//

‘অপকার করতে চেয়ে আমার উপকার করে ফেলছে’

ভারতে পাচার ৮ বাংলাদেশি নারীকে ২ বছর পর হস্তান্তর

পেটে গজ রেখে সেলাই, সংকটাপন্ন নারী

শেষ সময়ে বাড়ি গিয়ে প্রার্থীদের ভোট প্রার্থনা 

নারীর হৃদরোগের ঝুঁকি প্রতিরোধে করণীয়

প্রেমের কাছে হেরে গেল বয়স!

প্রকৌশল কাজ অপ্রকৌশলীরা করতে পারে না: জিএম কাদের

বিয়ের খবর দিলেন ইধিকা!

সুন্দরবনে রাজা প্রতাপাদিত্যের মন্দিরটি সংস্কার হচ্ছে 

বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পদক ঘোষণা, পুরস্কার কোটি টাকা 

ভারতীয় প্রতিষ্ঠান থেকে রেলের ২০০ বগি কেনার চুক্তি

ধাপে ধাপে ইলিশ ধরায় নিষেধাজ্ঞায় দুর্ভোগে মৎস্যজীবীরা

সেনবাগে প্রতিপক্ষ প্রার্থীর এজেন্টদের হত্যার হুমকি

বাজার ম‌নিট‌রিং জোরা‌লো করতে প্রধানমন্ত্রীর নি‌র্দেশ 

রাইসির মৃত্যুতে ‘ষড়যন্ত্রের গন্ধ’