
জাতীয় প্রেসক্লাব নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা
জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে জয়বাংলা সাংবাদিক মঞ্চের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।আজ মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এই শুভেচ্ছা জানানো হয়েছে।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সসভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জয়ন্ত আচার্য্য ।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদ সংস্থা বাসস,র ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, জয় বাংলা সাংবাদিক মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, সাংবাদিক নেতা লায়েকুজ্জামান, কেন্দ্রীয় নেতা ওবায়দুল হক খান, শেখ নাজমুল হক সৈকত, মহসিনুল করিম লেবু, মানিক লাল ঘোষ, সাজু রহমান, মফিজুর রহমান খান বাবু. জয়বাংলা সাংবাদিক মঞ্চের সিনিয়র সহ সভাপতি এসএম মোশারফ হোসেন. আল মামুন, সাহিদুল ইসলাম সাহেদ, মাসুদ রানা, মুশফিকুর রহমান, মনিরুজ্জামান চঞ্চল, রাজু শেখ প্রমুখ।
//এল//