
ফাইল ছবি
মিয়ানমারের সামরিক সরকার ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশটিতে চলমান জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে বলবৎ থাকা এই জরুরি অবস্থা প্রায় সাড়ে ৪ বছর স্থায়ী ছিল।
সরকারি মুখপাত্র জাও মিন তুন একটি ভয়েস মেসেজে জানান, "বহুদলীয় গণতন্ত্রের পথে এগোতেই জরুরি অবস্থা প্রত্যাহার করা হলো। আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।" তবে বিরোধী দল ও আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘোষণাকে 'প্রতারণামূলক' আখ্যা দিয়েছে।
জাতিসংঘ ও স্থানীয় বিরোধী গোষ্ঠীগুলোর অভিযোগ, সামরিক সরকার বৈধতা পাওয়ার জন্য এই নির্বাচনের আয়োজন করছে। নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে সু চির দল এনএলডি সহ প্রধান বিরোধী দলগুলো।
নির্বাচনী প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে নতুন 'ইউনিয়ন সরকার' ও 'জাতীয় নিরাপত্তা কমিশন' গঠন করা হয়েছে। ভোটের সঠিক তারিখ এখনো ঘোষণা না করা হলেও দলীয় নিবন্ধন ও ইভিএম প্রশিক্ষণ চলছে। উল্লেখ্য, নতুন আইনে নির্বাচন নিয়ে প্রতিবাদ করলে ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন হলেও প্রকৃত ক্ষমতা সামরিক প্রধান মিন অং হ্লাইংয়ের হাতেই থাকবে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন মানবাধিকার সংগঠনগুলো।
ইউ