ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ২১ জুলাই ২০২৫

English

বিদেশ

খাবারের জন্য অপেক্ষায় থাকা ৮৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১০:৩৭, ২১ জুলাই ২০২৫

খাবারের জন্য অপেক্ষায় থাকা ৮৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

সংগৃহীত ছবি

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে বিভিন্ন স্থানে অন্তত ১১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু উত্তর গাজার জিকিম ক্রসিং, রাফাহ ও খান ইউনিসে ত্রাণের জন্য জড়ো হওয়া ৮৫ জনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। রোববার (২০ জুলাই) দিনের বিভিন্ন সময় এসব হত্যার ঘটনা ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এটি খাদ্য সংগ্রহ করতে গিয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর ঘটনা। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের বেশিরভাগই উত্তর গাজার বাসিন্দা। এর মধ্যে ৬৯ জন ইসরায়েলি গুলিতে প্রাণ হারান বলে জানানো হয়। তারা জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের জন্য জিকিম সীমান্তে অপেক্ষা করছিলেন।

ইসরায়েলি বাহিনী জানায়, হাজারো ফিলিস্তিনির জড়ো হওয়া তাদের জন্য তাৎক্ষণিক হুমকি ছিল এবং তারা সতর্কতামূলক গুলি চালায়। তবে বাহিনীর দাবি, নিহতের সংখ্যা গাজা কর্তৃপক্ষ অতিরঞ্জিতভাবে বলছে এবং তারা সরাসরি কোনো ত্রাণবাহী যানবাহনকে লক্ষ্য করেনি।

এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, খাদ্যবাহী ২৫টি ট্রাক গাজায় প্রবেশ করার পর বিপুলসংখ্যক ক্ষুধার্ত মানুষের ভিড় জমে। ঠিক তখনই সেখানে গুলির ঘটনা ঘটে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ত্রাণের জন্য অপেক্ষমাণ বেসামরিক জনগণের ওপর সহিংসতা পুরোপুরি অগ্রহণযোগ্য।

দক্ষিণ গাজার অন্য একটি ঘটনায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে ইসরায়েলি বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

রোববার সারাদিনের মধ্যে গাজা জুড়ে বিমান হামলা ও গুলিতে অন্তত ৯০ জন নিহত হয়েছেন বলে জানায় স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

হামাসের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, গাজায় ইসরায়েলি হামলা এবং খাদ্য সংকট ফিলিস্তিনি জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করছে। এই পরিস্থিতি কাতারে চলমান যুদ্ধবিরতির আলোচনাকেও প্রভাবিত করতে পারে।
 

//এল//

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের তালিকা প্রকাশ

উত্তরায় বিমান বিধ্বস্ত: প্রাণহানি বেড়ে ৬, দগ্ধ ৭০

শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত: প্রধান উপদেষ্টার শোক

বিমান বিধ্বস্তের সময় মাইলস্টোনে চলছিল ক্লাস

বিমান বিধ্বস্ত হওয়া ভবনে ১০০-১৫০ শিক্ষার্থী ছিল

উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধ ২৫ জন বার্ন ইনস্টিটিউটে

গোপালগঞ্জে নিহত ৩ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ

উত্তরায় বিমান বিধ্বস্ত: পোড়া শরীর নিয়ে বের হচ্ছেন অনেকে

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় একজন নিহত, আহত অন্তত ৪

কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষা ১২ আগস্ট

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন ফখরুল

ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা, বন্ধ মস্কোর বিমানবন্দর

তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই, বন্যার আশঙ্কা

তীর্থকে নির্যাতনের প্রতিবাদে কানাডায় মানববন্ধন 

মিরপুরে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৪