
ফাইল ছবি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো শোকবার্তায় এ ঘটনাকে "জাতির জন্য গভীর বেদনার ক্ষণ" বলে উল্লেখ করা হয়।
শোকবার্তার মূল বক্তব্য
ড. ইউনূস তার বার্তায় বলেন,
"দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। এই দুর্ঘটনায় বিমানসেনা, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট সবার ক্ষতি অপূরণীয়।"
তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সংশ্লিষ্ট হাসপাতাল ও কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে চিকিৎসা ও উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দেন। পাশাপাশি, দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষতিগ্রস্তদের পূর্ণ সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রস্তুতির কথাও বার্তায় উল্লেখ করা হয়।
ঘটনার প্রেক্ষাপট
উল্লেখ্য, সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরপরই মাইলস্টোন কলেজ ভবনে আঘাত হানে। এতে অন্তত ১ জন নিহত ও ২৫ জন দগ্ধ হয়েছেন। কলেজে চলমান কোচিং ক্লাসের সময় ঘটনাটি ঘটায় শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউ