ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ০৭ জুলাই ২০২৫

English

বিদেশ

মাস্কের নতুন দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১১:৩৪, ৭ জুলাই ২০২৫

মাস্কের নতুন দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

সংগৃহীত ছবি

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তার এই দলের নাম ‘আমেরিকা পার্টি’।  মাস্কের নতুন এই দল গঠনের পদক্ষেপকে ‘হাস্যকর’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে ‘উদ্ধত’ এবং ‘বোকামি’ বলে মন্তব্য করেছেন।

রোববার ‘এয়ার ফোর্স ওয়ানে’ ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা একেবারেই হাস্যকর। আমেরিকায় দুই-দলের যে রাজনৈতিক কাঠামো, তা বহু বছর ধরেই আছে। তৃতীয় দল আনার চেষ্টা শুধু বিভ্রান্তি তৈরি করবে। ’

সম্প্রতি মাস্ক ঘোষণা দেন, তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন, যার লক্ষ্য হবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট, এই দুই প্রথাগত দলের বাইরে বিকল্প রাজনীতি গড়ে তোলা।

একসময় ট্রাম্প ও মাস্ক ছিলেন রাজনৈতিক ও প্রশাসনিক মিত্র। ট্রাম্প প্রশাসনে মাস্ককে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডিওজিই)-এর প্রধান করা হয়েছিল, যার কাজ ছিল সরকারি ব্যয় কমানো। কিন্তু গত কয়েক সপ্তাহে তাদের সম্পর্কে ভাঙন ধরে এবং মাস্ক ট্রাম্পের বাজেট পরিকল্পনা ও নীতির প্রকাশ্য সমালোচনা করেন।

রোববার ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, ‘দুঃখজনকভাবে ইলন মাস্ক এখন যেন রেললাইনের বাইরে চলে যাওয়া একটি ট্রেন দুর্ঘটনার মতো, পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। ‘

ট্রাম্প মাস্কের প্রস্তাবিত ‘ইলেকট্রিক ভেহিকল (ইভি) বাধ্যতামূলক নীতি’ নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, এই পরিকল্পনা অনুযায়ী সকলকে খুব অল্প সময়ের মধ্যে বৈদ্যুতিক গাড়ি কিনতে বাধ্য করা হতো। ট্রাম্প সম্প্রতি একটি নতুন কর ও ব্যয় পরিকল্পনায় সই করেছেন, যেখানে ইলেকট্রিক গাড়ির ওপর কর-ছাড় বাতিল করা হয়েছে।

তিনি বলেন, “আমি প্রথম থেকেই মাস্কের এই বৈদ্যুতিক গাড়ি বাধ্যতামূলক করার প্রস্তাবের বিরোধিতা করে এসেছি। নতুন আইনে মানুষ এখন নিজের পছন্দমতো গ্যাসচালিত, হাইব্রিড বা ভবিষ্যতের প্রযুক্তি ব্যবহার করে এমন গাড়ি কিনতে পারবেন, ইভি বাধ্যতামূলক নয়।”

//এল//

জাপা মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে স্ট্রাটেজিক প্ল্যান: রিজওয়ানা

কাউকে কিছু চাপিয়ে দেয়া হবে না: জাতীয় ঐকমত্য কমিশন

ফেব্রুয়ারিতে নির্বাচনের আশা মির্জা ফখরুলের

গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় বৃহস্পতিবার

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণহানি ৩

ব্র্যাকনেটে চাকরি, নেই বয়সসীমা

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ফরিদা পারভীনের, যা বললেন ছেলে

গরমে বাড়ে কিডনির সমস্যা, ভালো রাখতে করণীয়

এসএসসির ফলাফল ১০ জুলাই

নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে এগিয়ে যাবে দেশ: ফখরুল

ইয়েমেনের ৪ জায়গায় ভয়াবহ হামলা চালাল ইসরায়েল

মাস্কের নতুন দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

৭ জুলাই: বাংলা ব্লকেডে স্থবির ঢাকা

মধ্যরাতে নারী ফুটবলারদের ঝমকালো সংবর্ধনা