সংগৃহীত ছবি
জীবন যেমন প্রশংসার মাধ্যমে শোভিত হয়, তেমনি অপমানের মাধ্যমে কলুষিত হয়। তাই, প্রশংসা তুমি যত ইচ্ছা করতে পারো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো।
অহংকারের মোহে অন্ধ হয়ে ক্ষমতায় থাকা মানুষ প্রায়ই অন্যকে অপমান করে। কিন্তু, মনে রাখা উচিত, অপমান হলো সেই ঋণ, যা সুযোগ পেলেই প্রকৃতি সুদে আসলে ফেরত দেয়। কেউ তা বোঝে, কেউ বোঝে না, কিন্তু সময় তার আপন নিয়মে তা ফিরিয়ে দেয়।
অপমানের ক্ষত সহজে মুছে যায় না, এটি মানুষের হৃদয়ে গভীর দাগ ফেলে যায়। অহংকারের বশে আমরা প্রায়ই ভুলে যাই যে, অন্যকে অপমান করার মধ্যে কোনো মহত্ত্ব নেই। এতে কেবল আমাদের মানসিকতা ক্ষুদ্র হয়ে যায়। আমাদের উচিত অন্যকে সম্মান করা এবং নিজেদের অহংকার নিয়ন্ত্রণে রাখা।
আল্লাহ যেন সবাইকে এই উপলব্ধি বোঝার ক্ষমতা দেন। আমরা যেন কারো অপমান না করি, বরং ভালোবাসা ও সম্মান ছড়িয়ে দিই।
//এল//