ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ১৩ মে ২০২৫

English

বিনোদন

দুবাইয়ের আরাভ কি আমিন খানের ভাই? 

উইমেনআই২৪ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ১৭ মার্চ ২০২৩

দুবাইয়ের আরাভ কি আমিন খানের ভাই? 

ছবি: সংগৃহীত

পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের জুয়েলার্সের উদ্বোধনী আয়োজনে অংশ নিতে দুবাই গেছেন দেশীয় কয়েকজন তারকা। বিষয়টি নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা-সমালোচনার ঝড় বয়ে চলেছে। নামের মিল থাকায় অনেকেই দুবাইয়ের সেই আরাভ খানকে চিত্রনায়ক আমিন খানের ভাই ভেবে ভুল করছেন, যা নায়কের পরিবারকে বিব্রত করছে।

এ প্রসঙ্গে আমিন খান সংবাদমাধ্যমকে জানান, ‘আরাভ খান নামে আমার কোনো ভাই নেই। দুবাইয়ের আরাভ খানকে আমি চিনি না। অনেকেই ভুল করে তাকে আমার ভাই ভাবছেন। অনেকেই আমার কাছে জানতেও চেয়েছেন, এতে আমি বিব্রত বোধ করছি।’

তিনি আরও জানান, তারা তিন ভাই। বাকি দুই ভাইয়ের নাম আশরাফুল ইসলাম ও আরিফুল ইসলাম। তারা সবাই ঢাকাতেই থাকেন।

আমিন খানের ভাই আশরাফুল ইসলাম ‘ভালোবাসলে দোষ কি তাতে’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। সেখানে তার নাম আরাভ খান ব্যবহার করা হয়েছিল। যে কারণে অনেকেই দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভের সঙ্গে আমিন খানের ভাইকে গুলিয়ে ফেলছেন। আর তাই নায়ক মনে করেন, সবার ভুলটা ভাঙানো দরকার।

আমিন খানের ভাই আশরাফুল ইসলাম একজন বিজ্ঞাপন নির্মাতা। পাশাপাশি কিছু নাটক ও টেলিছবি বানিয়েছেন, অভিনয়ও করেছেন।

আশরাফুল ইসলাম জানান, ‘আমার ডাকনাম আরাভ খান। তবে খুব কম মানুষই এ নামে জানতেন। আমার প্রথম সিনেমায় পরিচালক এ কিউ খোকনের কথায় এই নামটি ব্যবহার করা হয়েছিল।’

আশরাফুল ইসলামের ভাষ্য, ‘কিছু কিছু নিউজে লেখা হয়েছে, দুবাইয়ের সেই আরাভ খান চিত্রনায়ক আমিন খানের ভাই। এটা সত্য নয়। সেই ব্যক্তি তো দুবাইয়ে আছেন। আর আমি দেশে বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত আছি।’

তিনি যোগ করেন, ‘অনেকেই সেই আরাভ খানের সঙ্গে আমার ছবিও গুলিয়ে ফেলেছেন। কেউ কেউ মিলও পাচ্ছেন! সবাইকে বলব, আপনারা বিভ্রান্ত হবেন না।’

প্রসঙ্গত, আরাভ জুয়েলার্সের জমকালো উদ্বোধনের খবর প্রকাশ্যে আসতেই জানা যায়, আরাভ নামের এই স্বর্ণ ব্যবসায়ী মূলত বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম। ২০১৮ সালে এই হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে যান তিনি। পরবর্তীতে ভুয়া নাম-পরিচয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করে দুবাইয়ে পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানকার বড় স্বর্ণ ব্যবসায়ী। আরাভকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে পুলিশ।
 

//জ//

ভারতে ৮ শহরে ২ এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল

দুর্নীতির মামলায় আপিল করলেন ডা. জোবাইদা 

আ.লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেপ্তার 

১৭ মে থেকে পুনরায় শুরু হচ্ছে আইপিএল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাঙলা কলেজ শাখায় পদত্যাগের হিড়িক

চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

লড়াই এখনও বাকি: মাহফুজ আলম

আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না

এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি

সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার

মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসির সিদ্ধান্ত

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

স্বর্ণের দাম কমেছে

গেজেট প্রকাশ করলেই আ.লীগের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত: সিইসি