ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ০৭ জুলাই ২০২৫

English

শিক্ষা

কারিগরি বোর্ডের অধীনেই ‘শর্ট কোর্স’ চলমান রাখার দাবি

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৬, ১১ মার্চ ২০২৪; আপডেট: ১৯:৩৩, ১১ মার্চ ২০২৪

কারিগরি বোর্ডের অধীনেই ‘শর্ট কোর্স’ চলমান রাখার দাবি

ছবি সংগৃহীত

কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘন্টা মেয়াদি) শর্টকোর্সসমূহ কারিগরি বোর্ডের অধীনেই চলমান রাখার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

১০ মার্চ (রবিবার) বিকাল ৩টায় ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শর্ট কোর্স ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক মো. নাসির উদ্দিন ভূইয়া।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রুহুল আমিন, সাবেক সংসদ সদস্য-২৮, কুড়িগ্রাম-৪। 

সংবাদ সম্মেলনে প্রধান সমন্বয়ক মো. নাসির উদ্দিন ভূইয়া বলেন, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ১৯৯৫ সাল হতে জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ঘন্টা মেয়াদি) কোর্সসমূহ যথাযত অনুমোদন, ক্রমাগত যুগোপযোগী নীতিমালা, প্রবিধান ও পাঠ্যক্রম অনুসরণ এবং সুষ্ঠভাবে পরীক্ষাগ্রহণ ও সনদায়নের মাধ্যমে দক্ষতা উন্নয়ন কার্যক্রম অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে সারা বাংলাদেশে প্রায় ৩৫০০(তিন হাজার পাঁচশত)টি সরকারি, বেসরকারি এমনকি একটি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কোর্সটি চলমান। যা হতে প্রতি বছর প্রায় ৩ লক্ষ তরুণ-তরুণীকে ১২১টি ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরি করা হচ্ছে। এই কোর্স হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অত্যন্ত দক্ষতার সঙ্গে সফলভাবে কর্মসম্পাদন করে উল্লেখযোগ্য সংখ্যক উদ্যোক্তা হয়ে বেকার সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা পালন করছে। এছাড়া কিছু সংখ্যক দক্ষ কর্মী হিসেবে বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন তথা আমাদের জাতীয় রেমিটেন্স বৃদ্ধিসহ উন্নয়নের মাধ্যমে দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’

কারিগরি শিক্ষা বোর্ড একটি স্বতন্ত্র বোর্ড উল্লেখ করে নাসির উদ্দিন ভূঞা আরো বলেন, ‘‘২০১৮ সনের ৬৬ নং আইনে বিভিন্ন কোর্স পরিচালনা ও সনদায়নের ক্ষমতা স্বীকৃত বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের উপর ন্যাস্ত করা হয়েছে। ফলে এই কোর্সসমূহ  বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা বোর্ডকে প্রদান করা হয়েছে।’

‘এনএসডিএ ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এনটিভিকিউএফ লেভেল নিয়ে কাজ করছে। এসব কোর্স বিএনকিউএফ এর কোন কোর্স নয়। এ কোর্সটি শুধু প্রাথমিক স্তরে তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাসের মাধ্যমে অদক্ষদেরকে সহায়তা দানের একটি কোর্স অন্যদিকে এনএসডিএ এনটিভিকিউএফ লেভেল পরিচালনা করে থাকে, ফলে দুই কোর্সের মধ্যে সাংঘর্ষিক কোনো বিষয় নেই বরং প্রাথমিক স্তরের সার্টিফিকেট কোর্স করার পর কোন প্রশিক্ষণার্থী উচ্চতর প্রশিক্ষণ নিতে চাইলে এনএসডিএ এর অধীনে কোর্স করতে পারবে। এ পরিপ্রেক্ষিতে এনএসডিএ এপেক্স বডি হিসেবে কারিগরি বোর্ডকে তদারকি করতে পারে। দেশে বিভিন্ন সংস্থা, যেমন- যুবউন্নয়ন, প্রবাসীকল্যান, মহিলা ও শিশু বিষয়ক, সমাজ সেবাসহ প্রায় ৪০/৫০টি প্রতিষ্ঠানে এসকল কোর্স করছে, অথচ স্বীকৃত কারিগরি বোর্ড থেকে এ সব কোর্সগুলো বন্ধ করলে এনএসডিএ এর অধীনের প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণার্থী স্বল্পতায় পড়বে এবং সেই সঙ্গে দেশের কারিগরি শিক্ষার হার মুখ থুবরে পড়বে।’

শুধু তাই নয় কারিগরি বোর্ড থেকে মেডিক্যাল টেকনেশিয়ান কোর্সগুলো বন্ধ  করে স্বাস্থ্য বিভাগে নিয়ে  গেলেও স্বাস্থ্য বিভাগে চালানো হচ্ছে না। এর ফলে একদিকে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন যন্ত্রাংশ মেরামতের অভাবে দেশের কোটি কোটি টাকার যান্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে  হাজার হাজার উদ্যোক্তারা সব হারিয়ে পথের ফকির হয়ে গেছে।’

‘কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসকল কোর্সসমূহের সনদায়নের কার্যক্রম স্থগিত করা হলে প্রধানমন্ত্রী আপনার ঘোষিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সম্প্রসারনের লক্ষমাত্রা ২০৩০ সালে ৩০ ভাগ ৪০ সালে ৫০ ভাগ অর্জন ব্যহত হবে, এমনকি সরকারের এনরোলমেন্ট কমে ১০% এর নিচে নেমে যাওয়ার আশঙ্ক্ষা করছি। বর্তমানে দেশে ২০(বিশ) লক্ষ যুবক ও যুবমহিলা শ্রমবাজারে যুক্ত হচ্ছে। এ বিপুল পরিমাণ জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করার নিমিত্ব সদ্য প্রতিষ্ঠিত একক প্রতিষ্ঠানের পক্ষে প্রশিক্ষণ ও সনদায়ন সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আমরা এনএসডিএ এর বিপক্ষে নই। আমরা হাতে খড়ি দিয়ে যোগ্য জনবল তৈরি করে যোগ্যদেরকে যুগের চাহিদা অনুযায়ী এনএসডিএ স্কিল বাড়ানোর মাধ্যমে দেশ-বিদেশে লোক পাঠাতে পারবে। এমতাবস্থায় কোর্সটি বন্ধ না করে দুই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার  জন্য বিনীত অনুরোধ করছি।’’

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শর্ট কোর্স ঐক্য পরিষদের সমন্বয়ক, মো. মোস্তাফিজার রহমান, শামীম আরা বেগম, মো. জাকির হোসেন স্বপনসহ আরো অনেকেই।

৭ জুলাই: বাংলা ব্লকেডে স্থবির ঢাকা

মধ্যরাতে নারী ফুটবলারদের ঝমকালো সংবর্ধনা

টেক্সাসে ভয়াবহ বন্যায় নিহত ৭৮, নিখোঁজ ৪১

আজ রাজধানীর বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় আসার আহ্বান ড.ইউনূসের

হার্ট ব্লকেজের এসব লক্ষণ এড়িয়ে যাচ্ছেন না তো?

ভৈরবে মোবাইল কোর্ট: ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

জুলাই সনদ: বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের নতুন দিশা

শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজিরের গেজেট প্রকাশ

গাজার মার্কিন-ইসরায়েলি ত্রাণকেন্দ্রে হামলায় ৭৪৩ ফিলিস্তিনি নিহত

এনসিপির নির্বাচনী প্রার্থী ঘোষণা শুরু, সম্ভাব্য প্রার্থীদের তালিকা

সরাইলে শিশুর মরদেহ উদ্ধার

২৪ ঘণ্টায় দেশে নতুন ৩১৭ ডেঙ্গু রোগী শনাক্ত

কঠোর নিরাপত্তায় ঢাকায় তাজিয়া মিছিল সম্পন্ন

বিএনপি ঐকমত্য কমিশনের বেশিরভাগ সংস্কার প্রস্তাবে সম্মতি দিয়েছে