ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪

English

অর্থনীতি

মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি ফ্রি পণ্য পেলেন ছানোয়ার

উইমেনআই২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫২, ২৭ মার্চ ২০২৩

মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি ফ্রি পণ্য পেলেন ছানোয়ার

ছবি: মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি ফ্রি পণ্য নিচ্ছেন ছানোয়ার...

সারা দেশে চলছে অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৭। ক্যাম্পেইনের আওতায় ‘গ্র্যান্ড হাউজফুল অফারে’ মার্সেল ফ্রিজ কিনে লাখ টাকার ঘরভর্তি বিভিন্ন পণ্য ফ্রি পেয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কৃষক ছানোয়ার হোসেন। একটি ফ্রিজ কিনে মার্সেলের ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য ফ্রি পেয়ে মহাখুশি ছানোয়ারের পরিবার।

উল্লেখ্য, অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদান করতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। ক্যাম্পেইনের প্রতি সিজনেই চমকপ্রদ সব সুবিধা দিয়ে ক্রেতাদের কাছ থেকে প্রতিষ্ঠানটি বিপুল সাড়া পেয়েছে। এরই প্রেক্ষিতে সিজন-১৭ চালু করেছে মার্সেল। এর আওতায় মার্সেল ফ্রিজ, টিভি, এসি এবং ওয়াশিং মেশিন কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচারে ঘরভর্তি বিভিন্ন পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। আছে নিশ্চিত উপহার। এ সুবিধা থাকছে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত।

সম্প্রতি উপজেলার রেলব্রীজ রোডে মার্সেলের ডিস্ট্রিবিউটর শোরুম ‘মামুন এন্টারপ্রাইজে’ আনুষ্ঠানিকভাবে সৌভাগ্যবান ক্রেতা ছানোয়ারের হাতে ১ লাখ ৫৯০ টাকার ঘরভর্তি ১৬ ধরনের ইলেকট্রনিক্স পণ্য তুলে দেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, মার্সেলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবীর ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

সে সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল আম্বিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজান নিতু, আলমডাঙ্গা থানার ওসি মো. সাইফুল ইসলাম, মার্সেলের অপারেটিভ ডিরেক্টর নুরুল ইসলাম রুবেল এবং শোরুমের স্বত্ত্বাধিকারী মো. ফারুক হোসেন।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কুয়াতলা গ্রামের বাসিন্দা ছানোয়ার। ২ মেয়ে ও ১ ছেলেসহ ৫ সদস্যের পরিবারের প্রধান তিনি। পেশায় কৃষক ছানোয়ার মার্চের ৭ তারিখে ২৪৪ লিটারের একটি মার্সেল ফ্রিজ কেনেন। তখন শোরুম থেকে পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। এরপর কম্পিউটারাইজড সিস্টেমে ছানোয়ারের মোবাইলে ঘরভর্তি উপহার পাওয়ার মেসেজ যায়।

ছানোয়ার জানান, তিনি লেখাপড়া জানেন না। তাই মোবাইলে কি মেসেজ এসেছে বুঝতে না পেরে মেয়ে জামাইকে দেখান। মেসেজ দেখে তারা অবাক হয়ে যান। একটি ফ্রিজ কিনে এতোগুলো পণ্য পাওয়া যায় বিশ্বাসই হচ্ছিলো না তাদের। এরই মধ্যে শোরুম ম্যানেজার যোগাযোগ করেন তার সঙ্গে। ঘরভর্তি পণ্য পাওয়ার বিষয়টি তিনিও নিশ্চিত করেন। একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য একসঙ্গে পাওয়ায় মার্সেলকে ধন্যবাদ জানান এই কৃষক। ঘরভর্তি ফ্রি যেসব পণ্য পেয়েছেন, সেগুলোর মধ্যে রয়েছে ওয়াশিং মেশিন, ফ্রিজার, এলইডি স্মার্ট টিভি, গ্যাস স্টোভ ও ইলেকট্রিক ফ্যান ইত্যাদি। বাসার প্রয়োজনেই এসব পণ্য ব্যবহার করবেন বলে জানান ছানোয়ার হোসেন।

অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন বলেন, মার্সেল দেশীয় প্রতিষ্ঠান হলেও আন্তর্জাতিকমানের পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। তিনি দেশীয় প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য কিনতে সবার প্রতি আহ্বান জানান। দেশে উৎপাদিত পণ্য কিনলে দেশের টাকা দেশেই থাকে বলেও মন্তব্য করেন তিনি।

মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান বলেন, পণ্য কেনায় নিশ্চিত ক্যাশব্যাক ও ক্যাশভাউচারসহ নানা সুবিধা দিচ্ছে মার্সেল। এর অর্থ হলো মার্সেল তার ব্যবসায়িক লভ্যাংশ ক্রেতার সঙ্গে ভাগাভাগি করতে চায়। মার্সেল ক্রেতাকে দেয়া কথা রাখে তার প্রমাণ আজকের অনুষ্ঠান। মার্সেল থেকে ফ্রি পাওয়া এতোগুলো পণ্য নিশ্চয়ই এই কৃষক পরিবারে অনেক বড় পরিবর্তন আনবে। তারা ইলেকট্রনিক্স পণ্যের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে উঠবেন। এভাবে মার্সেল সারা দেশে হাজারো মানুষের জীবন-জীবিকা ও ভাগ্য পরিবর্তনে কাজ করে চলেছে।

টাঙ্গাইল প্রসেক্লাবে মথ্যিা মামলা ও হয়রানরি প্রতবিাদে সংবাদ সম্মলেন  

টাঙ্গাইল  প্রতনিধিঃি টাঙ্গাইল প্রসেক্লাবে ২৭ র্মাচ সোমবার -মথ্যিা মামলা ও হয়রানরি প্রতবিাদে সংবাদ সম্মলেন করছেে নাজমুল হুদা শাহনেশাহ ও তার পরবিার। তনিি টাঙ্গাইল সদর উপজলোর গালা ইউনযি়নরে বলেটয়িা বাড়ী এলাকার মৃত শাহ শামছুল হুদার ছলে।ে সংবাদ সম্মলেনে লখিতি বক্তব্য নাজমুল হুদা শাহনেশাহ বলনে, একই এলাকার শাহ নয়া ময়িার ছলেে শাহ সাফি ও শাহ কাফ'ি সহ কতপিয় ব্যক্তি তাদরেকে সামাজকিভাবে হয়ে প্রতপিন্ন করার অপচষ্টোয় লপ্তি আছ।ে আমার বড় ভাই, মা, বোন, বদিশেে অবস্থান করতিছে।ে এদকিে চাচা, চাচাতো ভাইয়রো চাকুরী এবং ব্যবসায় নয়িোজতি আছনে। শাহ সাফি প্রকাশ্যে কোন আয় রোজগার না থাকায় তাদরে ১৪ শতাংশ ভুমি দললি নং- ৭০১৬ ও ৯৩৩৯ নং সাব কবলা দললি মূলে আমাদরে ভাইদরে নকিট বক্রিি করছে।ে উক্ত ভূমরি ব,িএস র্পচা ও হাল খাজনা খারজি আমাদরে নামে চূড়ান্ত হয়ছে।ে বক্রিতি ভূমি শাহ সাফি এবং শাহ কাফি আইন র্বহভিুতভাবে সন্ত্রাসী কায়দায় বদেখল করার অপচষ্টোয় লপ্তি থাকায় একাধকি মামলা ও স্থানীয় চয়োরম্যান'সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তর্বিগরে উপস্থতিতিে একাধকি বার শালসি দরবার হয়ছে।ে কন্তিু শাহ সাফি এলাকায় সন্ত্রাসী ও মাস্তান থাকায় এবং তাহার বাহামভূক্ত ইন্ধননদাতাদরে কু-পরার্মশে আমার এবং আমার পরবিাররে সদস্যদরে সামাজকিভাবে হয়ে প্রতপিন্ন করার অসৎ উদ্দশ্যেে তৎপর রয়ছে।ে এরই ধারাবাহকিতায় ১৫র্মাচ তাহার বাহামভূক্ত ভাড়াটয়িা রাশদো বগেম, স্বামীঃ আশরাফুল আলম, সাং- আলীপুর, ডাকঘর-পটল, থানা- কালহিাতী এর দ্বারা আমাদরে প্রাণনাশ সহ নানা মথ্যিা অভযিোগ হয়রানি পরেশোনি করতিছে।ে 
ইতি র্পূবওে আরো তনিটি মথ্যিা মামলা করে হয়রানি পরেশোনি করয়িাছ।ে এই তনিটি মামলাও মথ্যিা বলে প্রমানতি হয়। আমরা এলাকার ওই সন্ত্রাসীদরে অনতৈকি র্কমকান্ডে হয়ে প্রতপিন্ন হইয়া ও হুমকরি মধ্যে অসহায় অবস্থায় দনি যাপন করতিছে।ি টাঙ্গাইল প্রসেক্লাবে সংবাদ সম্মলেন,ে ভুক্তভোগীর পরবিার আরো জানায়, এ বষিয়ে ইতমিধ্যইে টাঙ্গাইলরে জলো প্রশাসক, পুলশি সুপার, উপজলো নর্বিাহী র্কমর্কতা (ইউএনও), এসল্যিান্ড, টাঙ্গাইল সদর থানার ওসি ও গালা ইউনযি়ন পরষিদরে চযে়ারম্যান এর কাছে সুবচিার ও শান্ত-িশৃঙ্খলা ব্যবস্থা সহ নরিাপত্তা চযে়ে পরবিাররে পক্ষ থকেে আবদেন করা হয়ছে।ে এ বষিয়ে সংশ্লষ্টি গালা ইউনযি়ন পরষিদরে চযে়ারম্যান মোঃ নজরুল ইসলাম খান এর কাছে জানতে চাওয়া হলে তনিি বলনে, তাদরে পরবিাররে মাঝে সহায় সম্পদ নযি়ে একটু বরিোধ রয়ছে,ে সে বরিোধরে কারণে মামলা মোকদ্দমা হয়ছে।ে সম্প্রতি তুচ্ছ ঘটনায় ওই এলাকার ভাড়াটয়িা রাশদো বগেমকে কছিু লোকজন ইন্ধন দয়িে থানায় একটি অভযিোগ করয়েছেে বলে জানতে পরেছে।ি আমি যতটুকু জনেছেি এটি র্তক-বর্তিক নযি়ে একটি সাধারণ ঘটনা। ভুক্তভোগীরা আমাকে বষিয়টি জানযি়ছে।ে স্বচ্ছোয় যদি দুই পক্ষই আস,ে তাহলে আমরা পদক্ষপে নতিে পার।ি

ইউ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন

ধর্মীয় বিষয় নিয়ে বিদ্যা বালানের বিস্ফোরক মন্তব্য

তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে

কী করছেন হিট অফিসার

থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা

চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

‘হিটস্ট্রোকে মারা যাচ্ছে দিনে লক্ষাধিক মুরগি’

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩

হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু

থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

টাঙ্গাইল শাড়িসহ ১৪টি জিআই পণ্যের সনদ বিতরণ

জিআই স্বীকৃতি পেল রাজশাহীর মিষ্টি পান