
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা:
রমজান শুরু হওয়ার পর আজ প্রথম কর্মদিবস। এদিন সকাল থেকেই পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে লেনদেন শুরু হয়েছে।
সোমবার নতুন সূচিতে দেশের উভয় পুঁজিবাজারে সকাল ১০টায় লেনদেন শুরু হয়েছে।
ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টায় ডিএসইতে মোট ১ কোটি ৭০ লাখ ৯১ হাজার ৬৮৬টি শেয়ার কেনা বেচা হয়েছে। সেখান থেকে ডিএসইর লেনদেন হয়েছে ১০৯ কোটি ৩৮ লাখ ২২ হাজার টাকা। এই সময়ে তিন সূচকে পথ চলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৬ পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক দশমিক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২ হাজার ২২০ পয়েন্ট দাঁড়িয়েছে।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময়ে লেনদেন হয়েছে ২ কোটি ৪৩ লাখ ৯৫ হাজার ৫১৯ টাকা। সিএসইর প্রধান সূচক ১১ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৮৫ পয়েন্ট বেড়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ১৭টির আর অপরিবর্তিতে রয়েছে ৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
//জ//