
কারিগরি ক্রটি, ডিএসইতে লেনদেন বন্ধ
আবারও কারিগরি ক্রটির দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন যথাসময়ে শুরু হয়নি। তবে সকাল ১০টায় লেনদেন শুরু হবে বলে জানিয়েছেন ডিএসইর উপ-মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের প্রধান শফিকুর রহমান।
তিনি বলেন, অনিবার্য কারণবশত আজ সকাল সাড়ে ৯টায় নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়নি। তবে সকাল ১০টায় লেনদেন শুরু হবে।
নির্ধারিত সময় অনুসারে সকাল ৯টাকা ৩০ মিনিটে লেনদেন শুরু হওয়ার কথা। কিন্তু ১০টা ১৫ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত লেনদেন শুরু হয়নি। ফলে তিন কর্মদিবস পর ডিএসইতে আবারও কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ রয়েছে।
গত ২৪ অক্টোবর (সোমবার) লেনদেন শুরুর দেড় ঘণ্টার মাথায় কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ হয়ে যায় (অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০ টাকা ৫৮ মিনিট)। কিন্তু নির্ধারিত সময় অর্থাৎ দুপুর ২টা পর্যন্ত সময়ে কারিগরি ত্রুটির সমস্যার সমাধান হয়নি।
তবে ২টার পর সমস্যার সমাধান হয়। এরপর দুপুর ২টা ১০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত অতিরিক্ত সময়ে ২০ মিনিট লেনদেন হয়। বিষয়টি খতিয়ে দেখতে ওই দিন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেছিলেন, লেনদেন চলাকালে সময়ে ডিএসইতে লেনদেন বন্ধ হয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখতে বিএসইসির পরিচালক আবুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কী কারণে লেনদেন বন্ধ হলো সেটিসহ সার্বিক বিষয় খতিয়ে দেখবে তদন্ত কমিটি। সফটওয়্যারের সমস্যার কারণে না কি অন্য কিছু আছে তাও খতিয়ে দেখবে কমিটি। এর জন্য কারা দায়ী তাও দেখবে কমিটি।
//এল//