
ফাইল ছবি
বাংলাদেশ থেকে পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্লাস্টিকসহ প্রায় সাত ধরনের পণ্য স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত করণীয় ঠিক করতে আগামীকাল (২০ মে) জরুরি বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রপ্তানিকারকদের সম্মুখীন চ্যালেঞ্জ, নিষেধাজ্ঞার প্রভাব ও সম্ভাব্য কূটনৈতিক পদক্ষেপ নির্ধারণে এই সভা আয়োজন করা হচ্ছে। বৈঠকটি মঙ্গলবার বিকেল ৪টায় বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাণিজ্য সচিব।
সভায় নৌপরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
এছাড়া ব্যবসায়ীদের পক্ষ থেকে এফবিসিসিআই, বিজিএমইএ এবং ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের রপ্তানি খাতের ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। তাই বিষয়টি কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে গুরুত্বের সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানাচ্ছেন ব্যবসায়ী মহল।
U