ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪

English

অর্থনীতি

‘কোরবানিতে গরু আমদানি হবে না’

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৮, ২৮ এপ্রিল ২০২৪; আপডেট: ১৮:০৮, ২৮ এপ্রিল ২০২৪

‘কোরবানিতে গরু আমদানি হবে না’

ফাইল ছবি

আসন্ন কোরবানির ঈদের সময় এক কোটি ৩০ লাখ গবাদিপশুর জোগান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। মন্ত্রী জানান, গরু আমদানির কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রবিবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, গত বছর (কোরবানির ঈদে) আমাদের এক কোটি ২৫ লাখ গবাদি পশুর আমদানি ছিলো। এরমধ্যে অবিক্রিত ছিলো ১৯ লাখ। এবার কোরবানির সময় এক কোটি ৩০ লাখের বেশি গবাদিপশুর ব্যবস্থা রাখা হয়েছে।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, আমরা খামারিদের আশ্বস্ত করেছি গবাদিপশু আমদানি করার কোনো কারণ নেই। গরু আমদানির কোনো সিদ্ধান্ত আমাদের নেই। আমাদের দেশে খামারি ভাইয়েরা গবাদিপশু উৎপাদিত করেন, আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগেও হয়, সেটিই যথেষ্ট। কোনো অপ্রতুলতা নেই। আমাদের আয়োজন ও ব্যবস্থাপনা সবই ঠিক আছে।

সম্প্রতি ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার বাংলাদেশ সফরের সময় দেশটি থেকে গরু আমদানি করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

সচিবালয়ে সাংবাদিকদের প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, উৎসবের দিন সামনে আসছে। এসময়ে সুবিধাবাদী গোষ্ঠী ও মতলববাজরা পুরো ব্যাপারটা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আগামী কোরবানি ঈদের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে। গবাদিপশুর কোনো ধরনের ঘাটতি নেই।

আব্দুর রহমান বলেন, মধ্যস্বস্তভোগীদের যে বাড়াবাড়ি থাকে সে বিষয়ে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। গবাদিপশুর বাজার যেন স্থিতিশীল থাকে, দাম যেন মানুষ ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সে বিষয়গুলো নিয়ে প্রস্তুতিমূলকভাবে খামারি ভাইদের সঙ্গে কথা বলেছি।

বাজার যেন অস্থিতিশীল না হয়, সেই বিষয়ে মন্ত্রণালয়ের আয়োজন ও প্রস্তুতি আছে বলেও জানান মন্ত্রী।

কোরবানির পশুর গাড়িতে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ওই সময় মধ্যস্বস্তভোগী ও বিশেষ শ্রেণির মানুষ সুযোগ নেয়। যে কারণে অনেক সময় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। কোরবানির আগে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে ঠিক করবো, যেন এ জায়গাটি সঠিকভাবে অ্যাড্রেস করা যায়, যেন পথে পথে ঘাটে ঘাটে চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে রাখতে পারি।

ইউ

পুরুষের তুলনায় বেশি বাঁচলেও অসুস্থ থাকে নারীরা

পরিপক্ক না হওয়া পর্যন্ত আম পাড়তে নারাজ বাগান মালিকেরা

প্রকৌশলের কাজ অপ্রকৌশলীরা করতে পারে না: জিএম কাদের

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৬ জন হাসপাতালে 

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, ৫০ অধ্যাপক গ্রেপ্তার

রুক্সিনী নন, দেবের গলায় মালা দিলেন অন্য নারী 

‘চলছে রোহিঙ্গা ক্যাম্প থেকে জঙ্গি সংগ্রহ’

কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ

ফুফাতো বোনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

মহাসড়কে চলছে চালকদের ডোপ টেস্ট, গ্রেফতার ৩

বগুড়ায় তৃতীয় ধাপের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

হায়দার আকবর খান রনো চিরনিদ্রায় শায়িত

পরিবেশ পদক পাচ্ছেন জাবির প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার

হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

‘সবক্ষেত্রে নারীর সমঅধিকার অর্জনে সম্পৃক্ত থাকতে হবে’