ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ১৯ জুলাই ২০২৫

English

অপরাধ

মগবাজারে দুর্ধর্ষ ছিনতাই, গ্রেপ্তার সেই ৪ জন রিমান্ডে

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ২১:১৬, ৩০ মে ২০২৫

মগবাজারে দুর্ধর্ষ ছিনতাই, গ্রেপ্তার সেই ৪ জন রিমান্ডে

সংগৃহীত ছবি

রাজধানীর মগবাজার এলাকায় দিনের আলোতে প্রকাশ্যে অস্ত্র হাতে ছিনতাইয়ের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটি প্রকাশের পর থেকে পুলিশ জড়িতদের খুঁজতে শুরু করে। পরে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেই চার আসামিকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (৩০ মে) আসামিদের আদালতে হাজির করা হয়। পরে তাদের ৫ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত প্রত্যেকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ডপ্রাপ্তরা হলেন- মো. সোহেল রানা, মো. জীবন ওরফে হৃদয়, মো. শামীম ও মকবুল হোসেন। এর মধ্যে মকবুল ছিনতাইয়ের মালামাল ক্রেতা। অপর তিনজন সরাসরি ছিনতাইয়ে অংশ নিতেন।

এর আগে, বৃহস্পতিবার (২৯ মে) সোহেলকে ঢাকার কেরানীগঞ্জ এবং অপর তিনজনকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ ছাড়াও নগদ ৯ হাজার ৬০০ টাকা ও একটি মোবাইল ফোন ছাড়াও ছিনতাইয়ে ব্যবহৃত দু’টি চাপাতি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রসঙ্গত, গত ১৮ মে প্রকাশ্য দিবালোকে মগবাজারের গ্রিনওয়ে গলিতে ধারালো অস্ত্র হাতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ফেসবুকে ভাইরাল হলে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ঘটনার দিন ভোরবেলা রাজধানীর মগবাজার এলাকায় মামাতো বোনের বাসা থেকে বের হয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন ভুক্তভোগী আব্দুল্লাহ। বাসা থেকে বের হয়ে গ্রিনওয়ে রোডে পৌঁছানো মাত্রই এক বাইকে তিনজন আরোহী এসে তার গতিরোধ করে। হেলমেট পরিহিত তিন আরোহীর দুজন নামে বাইক থেকে। 
 

//এল//

পুলিশের সামনেই চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত নেতাকর্মীদের ঢল

গোপালগঞ্জে আজ রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু

মিরপুর পাখির হাটে অভিযান: ৬১টি পাখি ও ২টি কচ্ছপ উদ্ধার

বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন না, সরকারকে মির্জা আব্বাস

খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় শাস্তির দাবি 

গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫

গোপালগঞ্জে কারফিউর সময় আরও বাড়ল

বাংলাদেশের মতো এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত কোথাও দেখিনি: লরেন

জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: আসিফ 

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় মামলা, আসামি ৪৭৫

‘কৌন বনেগা ক্রোড়পতি’তে এবার কত পারিশ্রমিক নিচ্ছেন অমিতাভ

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের উত্তাল ঢাকা সিটি কলেজ

ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে যা বলছে হোয়াইট হাউস