ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ১৯ জুলাই ২০২৫

English

অপরাধ

মিরপুরে প্রকাশ্যে গুলি ছুড়ে ২২ লাখ টাকা ছিনতাই

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৬, ২৭ মে ২০২৫

মিরপুরে প্রকাশ্যে গুলি ছুড়ে ২২ লাখ টাকা ছিনতাই

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরে দিনের আলোতে প্রকাশ্যে গুলি ছুড়ে এক ব্যক্তির কাছ থেকে ২২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিস গলিতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান জানান, ছিনতাইকারীরা গুলি ছুড়লেও টাকাবাহক মাহমুদুল ইসলামের শরীরে গুলি লাগেনি। ঘটনার তদন্তে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, ক্যাপ ও মাস্ক পরা একজন ব্যক্তি গুলি ছুড়ছেন। এরপর মোট ছয়জন দুর্বৃত্ত দুটি মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগী মাহমুদুল ইসলাম জানান, তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে পরিবারের সঙ্গে বসবাস করেন। সকালে বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে একটি মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন। পথে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত তার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায়। তিনি বাধা দিলে একজন গুলি চালায়। পরে জোরপূর্বক তার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানায়, ছিনতাইকারীদের শনাক্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে। খুব দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দিনদুপুরে এমন দুর্ধর্ষ ছিনতাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

ইউ

পুলিশের সামনেই চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত নেতাকর্মীদের ঢল

গোপালগঞ্জে আজ রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু

মিরপুর পাখির হাটে অভিযান: ৬১টি পাখি ও ২টি কচ্ছপ উদ্ধার

বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন না, সরকারকে মির্জা আব্বাস

খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় শাস্তির দাবি 

গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫

গোপালগঞ্জে কারফিউর সময় আরও বাড়ল

বাংলাদেশের মতো এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত কোথাও দেখিনি: লরেন

জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: আসিফ 

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় মামলা, আসামি ৪৭৫

‘কৌন বনেগা ক্রোড়পতি’তে এবার কত পারিশ্রমিক নিচ্ছেন অমিতাভ

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের উত্তাল ঢাকা সিটি কলেজ

ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে যা বলছে হোয়াইট হাউস