ঢাকা, বাংলাদেশ

সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪

English

বৃত্তের বাইরে

নড়াইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের শাস্তি দাবি

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩১, ৩ মার্চ ২০২৪

নড়াইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের শাস্তি দাবি

ছবি সংগৃহীত

নড়াইল জেলার কালিয়া উপজেলায় বখাটে কর্তৃক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদকারী এক কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনার গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে মহিলা পরিষদ। একইসঙ্গে ঘটনায় জড়িতের দ্রুত গ্রেফতার ও তাদের যথাযথ শাস্তি নিশ্চিতকরণের দাবিও জানিয়েছে নারীবাদি এই সংগঠনটি।

রবিবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ মালেকা বানু স্বক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।

৩ ফেব্রুয়ারি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের বরাতে বরাতে বিবৃতিতে বলা হয়, নড়াইল জেলার কালিয়া উপজেলায় বখাটে কর্তৃক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় নিলয় নামের কিশোরকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। গত ১ মার্চ রাতে নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাশের ব্রাক্ষ্মণপাটনা গ্রামের শাকিল খান নামের এক বখাটে কর্তৃক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করে। এসময় উত্যক্তকারীদের সঙ্গে তার বাক্বিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে শাকিলকে নিলয় থাপ্পড় দেয়। ঘটনার জের ধরে তালবাড়িয়া গ্রামে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে শাকিল ও তাঁর সহযোগীরা নিলয়কে মারধর করে তার বুকের বাম পাশে ধারালো ছুরির আঘাত করে এবং নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

উত্যক্তকরণ, যৌন হয়রানি ও যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদ করায় ছাত্রের মৃত্যুতে উদ্বিগ্ন প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় একদিকে যেমন নিযার্তনের শিকার ছাত্রীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং প্রতিবাদকারী তরুণ ও পরিবারের সদস্যরা আক্রমণের শিকায় হয়ে আহত ও কখনো হত্যার শিকার হচ্ছে। তেমনি সংঘটিত এসব ঘটনা নারী ও কন্যার স্বাভাবিক জীবনযাপন, গণপরিসরে স্বাধীন চলাচল, নিরাপত্তা পরিস্থিতিকে নাজুক করে তুলেছে।

এ ধরনের ঘটনা প্রতিরোধে আইন—শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে যথাযথ দায়িত্ব পালনের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি এ ধরনের ঘটনা পুনরাবৃত্তিরোধে প্রয়োজনাীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছে।

নারী ও কন্যার প্রতি সহিংসতা এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সারাদেশে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

ইউ

রাত ১১টার পর চায়ের দোকান বন্ধ করার নির্দেশ

মাঠে সেদিন কি হয়েছিল, জানালেন মুশফিক, রিয়াদ ও সেই নারী আম্পায়ার

ঢাকাসহ ৫ জেলার স্কুল-কলেজ বন্ধ আজ, প্রাথমিক খোলা 

নোয়াখালীতে হিটস্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

বিপজ্জনক দাবদাহ থেকে নিজেকে রক্ষা করবেন যেভাবে 

‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’ পেল ওয়ালটন

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূমিকম্প

শিক্ষাপ্রতিষ্ঠান কোথায় কখন বন্ধ থাকবে জানালেন মন্ত্রী

জ্যোতির ফিফটির পরও হারল বাংলাদেশ

শাকিবের বাসায় অপু-বুবলীর ঢোকা নিষেধ! 

ডিএসইসি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ পাঠাবে ভারত

কৃষ্ণচূড়ায় মন কাড়ছে পথিকদের

সহস্রাধিক তৃষ্ণার্ত পথিকের মাঝে স্যালাইন পানি বিতরণ