
ছবি সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা, প্রধান শিক্ষকের শূন্য পদে শতভাগ পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেডকে প্রকৃত উচ্চতর গ্রেড হিসেবে গণ্য করার দাবি জানিয়েছে প্রাথমিক শিক্ষকদের ছয়টি সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’।
শনিবার (৩০ আগস্ট) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মহাসমাবেশে এসব দাবি জানান শিক্ষকরা। সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক সমাবেশে যোগ দেন।
বক্তারা বলেন,
-
শিক্ষকরাই জাতি গড়ার কারিগর, অথচ তাদের নানাভাবে বঞ্চিত করা হচ্ছে।
-
প্রধান উপদেষ্টা আজকের মধ্যে স্পষ্ট প্রতিশ্রুতি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে দাবি আদায়ে শিক্ষকরা চলতি বছরের মে মাসে এক ঘণ্টা থেকে শুরু করে আধাবেলা কর্মবিরতি পালন করেন। সর্বশেষ ১৮ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে চার দফা দাবি জানিয়ে সরকারকে আলটিমেটাম দিয়েছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
ইউ