
ছবি: পীরগঞ্জে মানব কল্যাণ পরিষদের সংলাপকালে...
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে উপজেলায় প্রমোশন অফ সোস্যাল পার্টনারশিপ ফর ইমপওয়ারম্যান্ট অফ মারজিনালাইজড কমিউনিটিস ইন ৬ ডিসট্রিক্ট এ্যাট ন্যাশনাল লেভেল ইন বাংলাদেশ (প্রসপেক্ট) এর আওতায় সোমবার (২০ মার্চ) বিকালে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
মানব কল্যান পরিষদ কতৃক আয়োজিত, নেট্জ বাংলাদেশের কারিগরী সহযোগিতায়,বিএম জেড এর অর্থায়নে,এই সংলাপ সভা শুরু হয়,এতে অংশগ্রহণ করেন, স্হানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী, শামীম আখতার, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুসরতে খোদা রানা, সহকারী অধ্যাপক এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক সবুর আলম।
এছাড়া নাগরিক সমাজ ও মানব কল্যাণ পরিষদের উপজেলা কমিটির সভাপতি, কাজী সোনিয়া, সাংবাদিক মনসুর আহাম্মেদ, বাদল হোসেন, ফাইদুল ইসলাম, আবু তারেক বাঁধন,সদস্য আব্দুল হাকিম প্রধান, ও নাগরিক সমাজ সংগঠনের সদস্যগণ এবং বিভিন্ন টিভি ও দৈনিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
এতে স্বাগত বক্তব্য দেন ও সভা সঞ্চালনা এরিয়া কোঅডিনেটর রোশনরা বেগম, ফিল্টফেসিলেটর শিরিন সুলতানা, নিলুফা ইয়াসমিন মিষ্টি, ফিল্টফেসিলেটর, ছানারুল ইসলাম, অফিস সহায়ক রায়হানুল হক প্রমুখ।
ইউ