
ফাইল ছবি
আগামীকাল সোমবার (২০ মার্চ) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪ তম জন্মদিন। এ উপলক্ষে ২০ মার্চ (সোমবার) সকাল ১১ টায় গুলশানের ৬৭ নম্বর সড়কের ৪/১ এ বিরোধী দলীয় নেতার বাসভবনে জাতীয় পার্টির পক্ষ থেকে বিশেষ দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে।
প্রয়াত নেতার জন্মদিনটি পালিত হবে রাজধানীর গুলশানে বিরোধী দলীয় নেতার বাস ভবনে। দোয়া ও কেক কাটার আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি।
এসময় পল্লীবন্ধুপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ এমপিসহ পার্টির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। রবিবার (১৯ মার্চ) গণমাধ্যমে এক বিবৃতিতে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক সংসদের বিরোধী দলীয়নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ এতথ্য জানিয়েছেন।
১৯৩০ সালের ২০ মার্চ কুড়িগ্রাম শহরের ‘লাল দালান’ বাড়ি খ্যাত নানাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। এ উপলক্ষ্যে এদিন বেলা ১০টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সাবেক এই রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। এসময় গণমাধ্যমের সাথে কথা বলবেন তিনি । রবিবার (১৯ মার্চ) গণমাধ্যমে এক বিবৃতিতে একথা জানিয়েছেন, জাতীয় পাটি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি (০২) খন্দকার দেলোয়ার জালালী।
ইউ