ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ৩০ এপ্রিল ২০২৫

English

বিচিত্র

কাল্পনিক চরিত্রের সঙ্গে ৬ বছরের সংসার যুবকের!

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১১:৫৪, ২১ নভেম্বর ২০২৪

কাল্পনিক চরিত্রের সঙ্গে ৬ বছরের সংসার যুবকের!

সংগৃহীত ছবি

কাল্পনিক চরিত্রের সঙ্গে প্রেম, অবশেষে বিয়ে। এমনকি সেই চরিত্রের সঙ্গে বিবাহিত জীবনের ৬ বছর পূর্ণও হলো! রীতিমতো কল্পনায় সংসার পেতেছেন জাপানের এক যুবক। 

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, আকিহিকো কোন্ডো নামের এক জাপানি যুবক কাল্পনিক চরিত্রের সঙ্গে জীবন কাটাচ্ছেন। ২০১৮ সালের ৪ নভেম্বরে হাতসুনে মিকুর (কাল্পনিক চরিত্র) সঙ্গে সম্পর্কে জড়ান কোন্ডো। এরপর ৬ বছর ধরে কল্পনায় সংসার করছেন তিনি।

হাতসুনে মিকু একটি অ্যানিমে চরিত্র। মূলত জাপানিজ কমিক বুক মাঙ্গার একটি চরিত্র মিকু। তারই প্রেমে পড়েন এই যবুক। ২০০৭ সালে যখন মিকু চরিত্রটি প্রথমবার প্রকাশ্যে আনা হয়, তখনই তাকে ভালো লেগে যায় কোন্ডোর। ২০১৮ সালে মনে মনে বিয়েও সেরে ফেলেন।

মিকুর সঙ্গে কোন্ডোর বিয়ের ৬ বছর হলো। সম্প্রতি সম্পর্কের ৬ বছর পূর্তি উদযাপন করেছেন এই যুবক। বিবাহবার্ষিকী উপলক্ষে একটি কেকও এনেছিলেন কোন্ডো। কেকের ওপরে লেখা ছিল, ‘আমি মিকুকে খুব ভালোবাসি। হ্যাপি সিক্স–ইয়ার অ্যানিভার্সারি।’ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উদযাপনের ছবিও শেয়ার করেছেন। সেই ছবি বেশ সাড়াও ফেলেছে।

পুরো বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে দিয়েছেন কোন্ডো। তিনি বলেন, ‘অ্যানিমে ও মাঙ্গার চরিত্রের প্রতি আকর্ষণ আমার অনেক আগে থেকেই। পরে বুঝতে পারি, আমার ফিকটোসেক্সুয়ালিটি রয়েছে। ব্যতিক্রমী এই সেক্সুয়াল অরিয়েন্টশনকে বলা হয় ফিকটোসেক্সুয়ালিটি। ফিকশন বা কল্পনার জগতের কোনো ব্যক্তিত্বকে যখন কেউ ভালবেসে ফেলেন, তখন তাদের ফিকটোসেক্সুয়াল বলে। তবে আমি ভালোবাসার চরিত্র বিয়ে করেছি। এমন হয়তো কেউ করেন না।’

এদিকে অ্যানিমে ভক্ত থেকে শুরু করে নেটিজেনদের অনেকে বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘কোন্ডোকে এই সম্পর্কে বেশ সুখী মনে হচ্ছে।’ কেউ আবার লিখেছে, ‘সর্ম্পকে এমন বিশ্বস্ত কজনই বা থাকতে পারে।’ অনেকে আবার বিষয়টি নিয়ে হাস্যরসও করেছেন।

//এল//

মোবাইল কোর্ট অভিযানে জরিমানা ও সতর্কবার্তা জারি 

মানবাধিকার লংঘনের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতের দাবি

হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত

এস আলমের দুটি কারখানা নিলামে

‘মানবিক করিডোর’ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন শফিকুল

‘দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করতে বলেনি সরকার’

এবার নুসরাত-অপু-ভাবনা-জায়েদ খানের নামে হত্যাচেষ্টার মামলা

সাবেক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স: পররাষ্ট্র উপদেষ্টা

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ

স্টারলিংক পেল বিটিআরসির লাইসেন্স

অপু -নিপুন-জায়েদ খান-নুসরাত ফারিয়াসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে মামলা

২০২৭ সালের জুনের পর থাকবে না করছাড়

ভারতের হামলা ’আসন্ন’ বলে দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

হেল্প ডেস্ক সাংবাদিকদের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ