
ছবি: উইমেনআই২৪ ডটকম
দেশের মানুষের জন্য রাষ্ট্রীয় ভাবে সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এতে কোনো অজুহাত থাকা উচিত নয় বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনের জাতীয় সামাজিক সুরক্ষা সম্মেলন ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের এখন নিবাচিত সরকার নেই। প্রকৃত উপকার ভোগীদের নথিভূক্ত করা দরকার। সামাজিক নিরাপত্তার সাথে আমাদের সাবজনীন স্বাস্থ্য সেবা, শিক্ষা জড়িত।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। সম্মেলনের সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদ। স্বাগত বক্তব্য দেন কেবিনেট ডিভিশনের কোডিনেটর এন্ড রিফমস সচিব জাহেদা পারভীন। প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান।
সম্মেলনে সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার, ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পোবক। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ প্লানিং কমিশনের জেনারেল ইকোনমিক ডিভিশনের সদস্য সচিব ড. মঞ্জুর হোসেন। জনসংযোগ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে ফারুক ই আজম, বীর প্রতীক বলেন, জলবায়ু পরিবর্তন, বন্যা, প্রাকৃতিক দুর্যোগসহ নানান সমস্যায় সামাজিক সুরক্ষায় ঝু্ঁকি তৈরি করে।
ড. শেখ আবদুর রশিদ বলেন, সামাজিক সুরক্ষা কোনো বিলাসিতা নয়, এটা মানুষের বেঁচে থাকার একটি অপরিহার্য ব্যবস্থা, কোনো দেশ এতটাই গরীব হতে পারে না যে দেশ মানুষের জন্য ন্যূনতম সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পারবেনা।
দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাসহ সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে শুরু হয়েছে তিন দিনের এই জাতীয় সামাজিক সুরক্ষা সম্মেলন ২০২৫।
বক্তারা দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন । কর্মসূচিতে নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী সংস্থা এবং বিশেষজ্ঞরাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ইউ