
ছবি সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কার্যক্রম নেই এমন একটি রাজনৈতিক দল এবং তাদের কিছু কর্মী নির্বাচনের ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিলো, তা জাতির বৃহত্তর স্বার্থে বজায় রাখতে হবে। ঐক্যে ফাটল ধরলে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
উল্লেখ্য, তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ বা কার্যক্রমের বাইরে থাকা দলগুলো নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, যা প্রতিহত করতে রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা জরুরি।
সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সেপ্টেম্বরের ৭ তারিখ থেকে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় অন্তর্বর্তীকালীন সরকার আগামী জাতীয় নির্বাচন আবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করতে পারবে।
এ সময় তিনি বলেন, সরকারের কাছে দাবি জানানোর অধিকার সবার রয়েছে, কিন্তু রাস্তা অবরোধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করা ঠিক নয়। এছাড়া গত এক বছরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ১২৩টি সংগঠন ১ হাজার ৬০৪টি অবরোধের ঘটনা ঘটিয়েছে।
শেষে তিনি বলেন, বিভিন্ন স্থানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা কমিয়ে আনা হচ্ছে এবং সকল রাজনৈতিক দলকে সচেতন থাকার আহ্বান জানান।
ইউ