
ছবি সংগৃহীত
জুলাই গণহত্যা মামলায় নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে শর্তসাপেক্ষে ক্ষমা করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের আদেশে তাকে গণহত্যার সঙ্গে জড়িত সকল তথ্য প্রকাশ ও আদালতে সাক্ষ্য দেওয়ার শর্ত দেওয়া হয়েছে। পাশাপাশি, তার নিরাপত্তার জন্য তাকে কারাগারে অন্যান্য বন্দিদের থেকে আলাদা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১০ জুলাই ট্রাইব্যুনাল এ আদেশ দিলে শনিবার (১২ জুলাই) এর লিখিত অনুলিপি প্রকাশ করা হয়। আদেশে উল্লেখ করা হয়, মামুনকে ক্ষমা করার শর্ত হলো—তাকে জুলাই গণহত্যার সঙ্গে জড়িত সকল সত্য ও বিস্তারিত তথ্য আদালতে উপস্থাপন করতে হবে এবং প্রয়োজনীয় সাক্ষ্য দিতে হবে। এ ছাড়া, তার বিরুদ্ধে আনা অভিযোগ ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের বিষয়েও জানাতে হবে।
ট্রাইব্যুনাল মামুনের নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দিয়ে তাকে সাধারণ বন্দিদের থেকে আলাদা রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ জানান, তার মক্কেল রাজসাক্ষী হিসেবে সত্য তথ্য দিয়ে আদালতকে সহায়তা করলে এই ক্ষমা কার্যকর হবে।
উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনালে মামুন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেন এবং রাজসাক্ষী হিসেবে সব তথ্য প্রকাশের ইচ্ছা প্রকাশ করেন।
ইউ