ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ০৯ জুলাই ২০২৫

English

জাতীয়

শেখ হাসিনার উপযুক্ত বিচার বাংলাদেশে হবে: আসিফ নজরুল

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৫, ৯ জুলাই ২০২৫; আপডেট: ১৫:৫৬, ৯ জুলাই ২০২৫

শেখ হাসিনার উপযুক্ত বিচার বাংলাদেশে হবে: আসিফ নজরুল

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের আইন ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিংকে "গুরুত্বপূর্ণ প্রমাণ" আখ্যা দিয়ে বলেছেন, গত বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানকালে বিক্ষোভকারীদের গুলি করার নির্দেশ সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এসেছিল। তিনি দৃঢ়ভাবে জানান, "শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই বাংলাদেশে হবে।"

বুধবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ অভিমত প্রকাশ করেন। পোস্টে উল্লেখ করা হয়, বিবিসি আইয়ের যাচাইকৃত ওই অডিওতে শেখ হাসিনাকে নিরাপত্তা বাহিনীকে "প্রাণঘাতী শক্তি প্রয়োগের" নির্দেশ দিতে শোনা যায়। তিনি বলেছেন, "তারা (বিক্ষোভকারী) যেখানেই পাওয়া যাবে, গুলি করতে হবে।"

গণহত্যা মামলার প্রসঙ্গ

এদিকে, জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন হয়েছে। ১০ জুলাই এ সংক্রান্ত আদেশ দেওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চে এ মামলার শুনানি হয়েছে। শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবীরা শুনানিতে অংশ নেন, অন্যদিকে গ্রেপ্তারকৃত আসামি মামুন আদালতে হাজির হন।

মামলার পটভূমি

গত ১২ মে তদন্ত সংস্থা শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয়। ১ জুন অভিযোগ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, জুলাই-আগস্টের বিক্ষোভ দমনে ১,৪০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা ও সহ-আসামিরা "সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি" ও "জয়েন্ট ক্রিমিনাল ইন্টারপ্রাইজ" তত্ত্বের অধীনে দায়ী।

এই মামলার ফলাফল বাংলাদেশের রাজনৈতিক ও আইনি ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ মোড় তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

ইউ

সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা নজরদারির নির্দেশ

নোয়াখালীতে ১৯ সেন্টিমিটার পানি বেড়েছে, ভোগান্তি চরমে

সরকার বিনামূল্যে দিচ্ছে ১ জিবি ইন্টারনেট

ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্নের নির্দেশ প্রধান উপদেষ্টার

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০৬

গুম কমিশনে ২০০ নিখোঁজ ব্যক্তির তালিকা জমা

২ হাজার ৯৪ যৌনকর্মীকে সরকারি তহবিল থেকে বরাদ্দ  

ত্রিদেশীয় সম্পর্কে ভারতের নিরাপত্তা হুমকির মুখে: জেনারেল চৌহান

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং: ২০ হাজার কোটি টাকার আমানতের মাইলফল

চাঁদাবাজি নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবিলায় অর্থনীতিবিদ ও শিল্পপতিদের পরমর্শ

শূন্য করদাতাদের হিসাব তদন্তের আহ্বান অর্থ উপদেষ্টার

শুধু শেখ হাসিনা নয়, আ.লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল

শেখ হাসিনার উপযুক্ত বিচার বাংলাদেশে হবে: আসিফ নজরুল

গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা