
ফাইল ছবি
ইসলামী ব্যাংক চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার প্রায় ১০ হাজার কোটি টাকা খেলাপি ঋণের দায়ে এস আলম গ্রুপের বিভিন্ন সম্পত্তি, শেয়ার ও ব্যাংক হিসাব ক্রোক (বাজেয়াপ্ত) করার নির্দেশ দিয়েছেন ঢাকার অর্থঋণ আদালত-১।
২ জুলাই (বুধবার) আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
যেসব সম্পত্তি ক্রোক করা হয়েছে:
-
মতিঝিলের একটি চারতলা বাণিজ্যিক ভবন (৫ কাঠা ৯.৯০ ডেসিমেল জমিসহ), যা এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেডের চেয়ারম্যান ফারজানা পারভীনের মালিকানাধীন।
-
এস এস পাওয়ার লিমিটেডের ৫৮ কোটি টাকার শেয়ার।
-
সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেডের ১১৭.৭৫ কোটি টাকার শেয়ার।
-
চট্টগ্রামের বাঁশখালীর ৩১,২৫১.৭০ ডেসিমেল জমি, স্থাপনা, যন্ত্রপাতি ও কাঁচামাল।
-
গুলশান সার্কেল-১ শাখার একটি ব্যাংকে থাকা এস এস পাওয়ার লিমিটেডের তিনটি হিসাব (মোট ১৩৮.২৫ কোটি টাকা)।
মামলার বিবরণ:
গত ২২ জুন ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা এ মামলা দায়ের করে। মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, চেয়ারম্যান ফারজানা পারভীন এবং কয়েকজন শেয়ারহোল্ডারকে বিবাদী করা হয়েছে।
এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল ওয়েল এবং সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেড-এর সম্পত্তি এ মামলায় জড়িত।
পরবর্তী আইনি পদক্ষেপ:
আদালতের এ নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে গ্রুপের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
ইউ