
সংগৃহীত ছবি
দর্শকপ্রিয় চিত্রনায়ক শাকিব খান আবারো অ্যাকশন লুকে রুপালি পর্দায় আসছেন। ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে নির্মিত হচ্ছে তার নতুন সিনেমা। ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। চলচ্চিত্রটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ।
নাটক, টিভিসি ও ওটিটি কনটেন্ট নির্মাণ করে নিজের সৃজনশীল দক্ষতার স্বাক্ষর রেখেছেন আবু হায়াত মাহমুদ। এবার প্রথমবারের মতো বড় পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি এই বিগ বাজেটের অ্যাকশন ফিল্ম দিয়ে।
গত ২ জুলাই (বুধবার) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন শাকিব খান। নতুন এই প্রজেক্ট প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড। প্রতিষ্ঠানটির ব্যানারে প্রথমবারের মতো প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন শিরিন সুলতানা।
//এল//