ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ০৯ জুলাই ২০২৫

English

জাতীয়

ধর্মীয় উৎসব পালনে স্বাধীনতা থাকতে হবে: মহিলা পরিষদ

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫, ১ অক্টোবর ২০২৪

ধর্মীয় উৎসব পালনে স্বাধীনতা থাকতে হবে: মহিলা পরিষদ

ছবি সংগৃহীত

আসন্ন হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন নারীবাদি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। 

বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মাখদুমা নার্গিস রত্না, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম-সাধারণ সম্পাদক সীমা মোসলেম, লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, প্রশিক্ষণ,গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ এবং ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রেহানা ইউনূস। সংহতি প্রকাশ করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, বাংলাদেশের সংবিধান অনুসারে সব নাগরিকের  অধিকার সমান, কাজেই সব ধর্মের মানুষের নিজ নিজ অধিকার থেকে ধর্ম পালনের ও ধর্মীয় উৎসব পালনের স্বাধীনতা থাকতে হবে। একুশ শতকে এসে দখলদারির রাজনীতি পরিহার করে সবার সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে তিনি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক দেশ গড়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, শারদীয় দুর্গোৎসবকে ভন্ডুল করতে প্রতিবছর সাম্প্রদায়িক গোষ্ঠী নানা অপতৎপরতা চালিয়ে থাকে, এমন ঘটনার পুনরাবৃত্তি চাইনা। স্বাধীনতাবিরোধী এই শক্তি ধর্মের দোহাই দিয়ে নানা সাম্প্রদায়িক বয়ানের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ তৈরির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এব অপচেষ্টা প্রতিহত করতে সব নাগরিকের প্রতি তিনি সচেতন থাকার আহ্বান জানান এবং সনাতন সম্প্রদায় যাতে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেন।

উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, সব মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখানে ধর্মীয় বিদ্বেষ তৈরি করে কোনো ভেদাভেদ করা  যাবেনা। প্রতিবছর পূজা আসলেই প্রতিমা ভাঙচুর করার মাধ্যমে কিছু ব্যক্তি ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করে যা স্বাধীন ও গণতান্ত্রিক একটি দেশের চেতনার পরিপন্থি। এসব ঘটনা বন্ধে যথাযথ মনিটরিং হওয়া প্রয়োজন। তারা এসময়  সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শারদীয় দুর্গোৎসব পালনকালে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনাসহ সহিংসতার ঘটনার প্রতিরোধ করতে রাষ্ট্রীয় প্রশাসনকে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ, সম্পাদকমন্ডলী, পাড়া কমিটির সদস্য, কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন  সংগঠনের আইনজীবী অ্যাড. ফাতেমা খাতুন।

প্রসঙ্গত, শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপনে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে এদিন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রসহ সব জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে এবং পরবর্তীতে জেলার প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করা হবে।

ইউ

সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা নজরদারির নির্দেশ

নোয়াখালীতে ১৯ সেন্টিমিটার পানি বেড়েছে, ভোগান্তি চরমে

সরকার বিনামূল্যে দিচ্ছে ১ জিবি ইন্টারনেট

ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্নের নির্দেশ প্রধান উপদেষ্টার

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০৬

গুম কমিশনে ২০০ নিখোঁজ ব্যক্তির তালিকা জমা

২ হাজার ৯৪ যৌনকর্মীকে সরকারি তহবিল থেকে বরাদ্দ  

ত্রিদেশীয় সম্পর্কে ভারতের নিরাপত্তা হুমকির মুখে: জেনারেল চৌহান

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং: ২০ হাজার কোটি টাকার আমানতের মাইলফল

চাঁদাবাজি নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবিলায় অর্থনীতিবিদ ও শিল্পপতিদের পরমর্শ

শূন্য করদাতাদের হিসাব তদন্তের আহ্বান অর্থ উপদেষ্টার

শুধু শেখ হাসিনা নয়, আ.লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল

শেখ হাসিনার উপযুক্ত বিচার বাংলাদেশে হবে: আসিফ নজরুল

গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা