
ফাইল ছবি
গাঢ় রঙের লিপস্টিক ছাড়া অন্য কিছু ভাল লাগে না। তা ঠোঁটের জন্য যে খুব ভাল নয়, তা জানেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, যে লিপস্টিকই ব্যবহার করুন না কেন, দীর্ঘ দিন এক ভাবে ব্যবহার করলে ঠোঁটে কালচে ছোপ পড়তেই পারে। কারণ, লিপস্টিকের মধ্যে থাকা রাসায়নিকযুক্ত রং। এই রঙের পিগমেন্ট থেকেই ঠোঁটে কালচে ছোপ পড়ে যায়। সে ক্ষেত্রে খরচ করে খুব দামি প্রসাধনী কিনেও খুব একটা লাভ হওয়ার কথা নয়। তবে একটু কষ্ট করলে বাড়িতেই কিন্তু লিপস্টিক তৈরি করে ফেলা যেতে পারে। তাহলে জেনে নেওয়াক যাক লিপস্টিক তৈরির ঘরোয়া পদ্ধতি...
উপকরণ: মোম, নারকেল তেল বা কাঠবাদামের তেল, শিয়া বাটার, ভেষজ রং, এসেনশিয়াল অয়েল।
পদ্ধতি: লিপস্টিক তৈরি শুরু করার আগে প্রথমে ওই স্থানটি পরিষ্কার করে নিন। তার পর একটি বাটিতে জল গরম করতে দিন। তার মধ্যে আর একটি বাটি বসান। ‘ডবল বয়লার’ পদ্ধতিতে মোম গলিয়ে নিন। এর মধ্যে দিন নারকেল বা কাঠবাদামের তেল। ভাল করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিন শিয়া বাটার। আঁচ একেবারে আস্তে করে রাখুন। সব উপকরণ ভাল করে না মেশা পর্যন্ত অপেক্ষা করুন। এর পর ওই তরলে মিশিয়ে নিন পছন্দের রং। ভাল করে মেশানো হয়ে গেলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিন। এ বার ওই মিশ্রণটি ফাঁকা লিপস্টিকের টিউবের মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দিন। জমাট বেঁধে গেলেই তৈরি হয়ে যাবে লিপস্টিক। আনন্দবাজার পত্রিকা
ইউ