
সুপ্রিম কোর্ট বারে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে
দ্বিতীয় দিনে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে এ ভোটগ্রহণ চলছে। তবে এর আগে সকালে বিএনপিপন্থিরা ভোটকেন্দ্রে না গিয়ে আপিল বিভাগে প্রধান বিচারপতির কাছে আদালত চলাকালীন গতকাল বুধবারের ঘটনা তুলে ধরেছেন।
এরপর প্রধান বিচারপতি আপিল বিভাগের বিরতির সময় তাদের সঙ্গে খাস কামরায় দেখা করেন। এসময় সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল আপিল বিভাগে প্রধান বিচারপতির কাছে গতকালের ঘটনা তুলে ধরেন।
এর আগে প্রথম দিনের ভোট চলাকালে আওয়ামী লীগ সমর্থিত সাদা ও বিএনপি সমর্থিত নীল দলের দিনভর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতাহাতি, হামলা, ভাঙচুর ও পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটে। এতে আইনজীবী, সাংবাদিকসহ অন্তত ২৫-৩০ জন আহত হয়েছেন।
//জ//