
ফাইল ছবি
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলামসহ ১৭ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই আদেশ দেয়া হয়।
রবিবার (১৮ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের পক্ষ থেকে জানানো হয়, এসব ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে এবং তারা দেশত্যাগের চেষ্টা করছেন—এমন তথ্য পাওয়া গেছে।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন বিভিন্ন গার্মেন্টস, ব্যাংক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা ও পরিচালকরা। তাদের মধ্যে আছেন প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখার সাবেক এমডি রানা আব্দুল্লাহ আল মাহমুদ আবসার, টিএনজি গ্রুপ, ম্যাক্সিম এক্সপো, অলিম্পিক ফ্যাশন, টিআরজেড গার্মেন্টস, খান টেক্স ফ্যাশন এবং ডুকাটি অ্যাপারেল লিমিটেডের চেয়ারম্যান, এমডি ও পরিচালকরা।
দুদকের আবেদনে বলা হয়, এসব ব্যক্তির বিদেশ গমন তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। তাই সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি ছিল।
আদালত দুদকের যুক্তিগুলো বিবেচনায় নিয়ে তাদের বিদেশ যাত্রা নিষিদ্ধ করার আদেশ দেন।
ইউ