ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ১৮ জুলাই ২০২৫

English

বিদেশ

ইরাকের শপিং মলে ভয়াবহ আগুন, ৫০ জনের প্রাণহানী

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১২:১৬, ১৭ জুলাই ২০২৫

ইরাকের শপিং মলে ভয়াবহ আগুন, ৫০ জনের প্রাণহানী

সংগৃহীত ছবি

ইরাকে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই অঞ্চলের গভর্নর। বৃহস্পতিবার ফ্রান্সের বার্তাসংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।

যদিও আগুনের ঘটনাটি ইরাকের ঠিক কোন স্থানে ঘটেছে, তা সরকারি সূত্রে এখনো পরিষ্কারভাবে জানানো হয়নি। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্ট ও ভিডিওতে দাবি করা হয়েছে, এই ভয়াবহ আগুন লেগেছে আল-কুট শহরের একটি সুপারমার্কেটে।

ভাইরাল ভিডিওগুলোতে দেখা গেছে, একটি বড় ভবনের বেশ কিছু অংশ দাউদাউ করে জ্বলছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। স্থানীয় কর্তৃপক্ষ এখনও তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, পূর্ব ইরাকের কুট শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে প্রদেশটির গভর্নরের বরাত দিয়ে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাতভর কুটের একটি পাঁচ তলা ভবনে আগুন জ্বলছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে গভর্নর জানিয়েছেন, তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। গভর্নরের উদ্ধৃতি দিয়ে আইএনএ জানিয়েছে, “আমরা ভবন এবং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।”

উল্লেখ্য, ইরাকে অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা আগেও ঘটেছে। তবে সেসময় নিরাপত্তা ব্যবস্থা ও ভবন নির্মাণের ত্রুটিকে দায়ী করা হয়েছে। এ ঘটনার পর ফের দেশটির বিপণি ও জনসমাগমস্থলে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন সামনে এসেছে।

//এল//

ড. ইউনূসের সঙ্গে সোহেল তাজ ও শারমিন আহমদের সাক্ষাৎ

ভুটানকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ

৫ আগস্ট সারাদেশে ব্যাংক বন্ধ নিয়ে নির্দেশনা

আ.লীগ আমলের ৯৬ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল 

বাংলাদেশিদের ভিসা দেওয়ার বিষয়ে যা বলছে ভারত

হঠাৎ মেট্রোরেলের কর্মচারীদের জন্য নোটিশ জারি

গোপালগঞ্জে কারফিউ সময়সীমা বাড়লো

সাফ টুর্নামেন্টে বাংলাদেশের জন্য দুঃসংবাদ

গোপালগঞ্জে সেনাবাহিনীর আত্মরক্ষামূলক ব্যবস্থা

তফসিল ঘোষণা পর্যন্ত ১৮ বছর বয়সীরা ভোটার হবেন

আমরা আবার গোপালগঞ্জ যাব, গ্রামে গ্রামে কর্মসূচি নেব: নাহিদ ইসলাম

জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব, জনগণের মুখপাত্র: উপদেষ্টা শারমীন

গোপালগঞ্জ সহিংসতা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

গোপালগঞ্জে অন্যায়কারীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে প্রাণহানির ঘটনায় আসক এর তদন্তের দাবি