
সংগৃহীত ছবি
লিটল হার্টস ২০২৫” মেডিকেল ক্যাম্পেইনের মধ্য দিয়ে বিশেষায়িত একটি মেডিকেল টিম প্রায় ৩০০ শিশু স্ক্রিনিং করবে, যার মধ্যে ১২৫ জনকে অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন পদ্ধতির মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে। জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে কাতার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট।
রবিবার ( ২০ এপ্রিল) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)
এক বিবৃতিতে জানিয়েছে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস), কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি (কিউআরসিএস) এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি)-এর যৌথ উদ্যোগে জন্মগত হৃদরোগে আক্রান্ত ৩শ’ শিশুকে বিনামূল্যে জীবনরক্ষাকারী চিকিৎসা সেবা প্রদান করছে।
১৯ এপ্রিল (শনিবার) থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত।
কাতার থেকে আগত বিখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ইউনুস বুজমিলিন এই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। তাকে সহযোগিতা করছেন একজন কনসালটেন্ট অ্যানেসথেসিওলজিস্ট ও কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন বিশেষজ্ঞসহ একটি দক্ষ মেডিকেল টিম, যারা চিকিৎসার সর্বোচ্চ মান নিশ্চিত করছেন। জরুরি চিকিৎসা সেবার পাশাপাশি এই কর্মসূচির অন্যতম লক্ষ্য বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় দক্ষতা উন্নয়ন। স্থানীয় মেডিকেল কর্মীদের আধুনিক ক্যাথেটারাইজেশন পদ্ধতিতে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে, যা দেশে শিশু হৃদরোগ চিকিৎসায় দীর্ঘমেয়াদী সক্ষমতা বাড়াবে।
রোববার সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মসূচি পরিদর্শনে যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল প্রফেসর ডা. মো. আজিজুল ইসলাম (অব.)। এসময় আরো উপস্থিত ছিলেন সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম, এনডিসি, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান এবং কিউআরসিএসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ থাবেত সাফি।
//এল//