
ছবি সংগৃহীত
ডাকসু নির্বাচনে এবার ছাত্রীদের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ—এমন মন্তব্য করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তাঁর মতে, মোট ভোটারের প্রায় অর্ধেকই ছাত্রী, আর তাঁদের ভোটেই নির্ধারিত হবে ডাকসুর গতিমুখ।
উমামার বক্তব্য
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রচারকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন—
-
“নারীদের ভোটকেন্দ্রে আনা বড় চ্যালেঞ্জ।”
-
এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন, এর মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন (৪৭ শতাংশ)।
-
“মেয়েরা সহজে প্রভাবিত হন না, যুক্তিসঙ্গতভাবে চিন্তা করেন। স্বাধীনচেতা হয়ে ভোট দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফলে এবার ছাত্রীদের ভোটেই ব্যবধান গড়ে উঠবে।”
ভোটারদের চ্যালেঞ্জ
উমামা ফাতেমা উল্লেখ করেন—
-
অনেক ছাত্রী বাসায় চলে গেছেন বা পরীক্ষার প্রস্তুতির জন্য ছুটিতে আছেন।
-
পরিবার থেকে অনেকে বাসায় নিয়ে যাওয়ায় ভোট দিতে আসতে পারছেন না।
-
অনেক ছাত্রী ডাকসুকে শুধু রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দেখে ভোটে অনাগ্রহী।
-
ছাত্রীদের ভোটকেন্দ্র হল থেকে দূরে রাখায় উপস্থিতি কমতে পারে।
প্রসঙ্গ
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
ইউ