ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ০১ সেপ্টেম্বর ২০২৫

English

শিক্ষা

এসএসসিতে ৭৫ শতাংশ শিক্ষার্থী পাশ:

অবকাঠামো নেই কিন্তু ফলাফলের শীর্ষে যে প্রতিষ্ঠান

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ২১:৩৪, ১০ জুলাই ২০২৫; আপডেট: ২২:০৪, ১০ জুলাই ২০২৫

অবকাঠামো নেই কিন্তু ফলাফলের শীর্ষে যে প্রতিষ্ঠান

ছবি: পিটিডি সুন্দরবন টেকনিক্যাল এন্ড ভোকেশনাল স্কুল ও কলেজ, পাইকগাছা, খুলনা।

পি টিডি সুন্দরবন টেকনিক্যাল এন্ড ভোকেশনাল স্কুল ও কলেজ। খুলনা জেলার পাইকগাছা উপজেলার প্রথম স্বতন্ত্র টেকনিক্যাল এন্ড ভোকেশনাল প্রতিষ্ঠান। ২০২৫ সালের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় প্রতিষ্ঠানটি প্রায় ৭৫% শিক্ষার্থী সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। অধিকাংশ শিক্ষার্থীরা এগ্রেড প্রাপ্ত হয়েছে। 

প্রতিষ্ঠানটি সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়। প্রতিষ্ঠানটির বেহাল দশা। সেমি পাকা ভবন টিনের চাল দেওয়া। নেই মেঝে। একটু বৃষ্টিতে ছাত্র-ছাত্রীদের মাথায় পানি পড়ে। নেই কোন ভবন। আবার অন্যদিকে প্রচন্ড রোদের তাপদাহে শিক্ষক শিক্ষার্থীরা কষ্ট পায়। 

প্রতিষ্ঠানটি সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামে কপিলমুনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরুহুম মান্নান ১৯৮০ দশকের দিকে তিন থানার মোহনা পাইকগাছা তালা ডুমুরিয়া কাশিমনগর গ্রামে পিটিডি সুন্দরবন টেকনিক্যাল এন্ড ভোকেশনাল স্কুল প্রতিষ্ঠার জন্য  নিজ অর্থে কবলা মূল্য বাংলাদেশ সরকারের নামে প্রতিষ্ঠানের নামে জমি ক্রয় করেন। মহরম প্রতিষ্ঠাতা অনেক চেষ্টা করেও প্রতিষ্ঠানটি পাঠদান প্রক্রিয়া শুরু করতে পারে নাই। 
২০১০-১১ শিক্ষাবর্ষে অনুমোদনের সকল প্রক্রিয়া সম্পন্ন করে। নতুনভাবে প্রতিষ্ঠানটি পাঠদান প্রক্রিয়া শুরু হয়। পাইকগাছা উপজেলায় তখনো পর্যন্ত স্বতন্ত্র কোন টেকনিক্যাল এড ভোকেশনাল স্কুল ছিলনা। 


সময়োপযোগী এই শিক্ষা ব্যবস্থাকে গণ মানুষের কাছে প্রচার করে এই প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। ছাত্র-ছাত্রীদেরকে কারিগরি শিক্ষার প্রসারে কাজ করতে থাকে। সেই সফলতা ধারাবাহিকতায় প্রতিবছরই যে কয়টা টেকনিক্যাল ভোকেশনাল প্রতিষ্ঠান ফলাফল ভালো করছে তারমধ্যে পি টিডি সুন্দরবন টেকনিক্যাল এন্ড ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানটি সফলতার দাবিদার। 
জানা যায় সর্বশেষ এমপিও তে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা। এমপিও সুবিধা প্রাপ্ত হয় নাই। 

ছবি: পিটিডি সুন্দরবন টেকনিক্যাল এন্ড ভোকেশনাল স্কুল ও কলেজ, পাইকগাছা, খুলনা।

 

খোঁজ নিয়ে জানা যায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মহরম এম এ মান্নানের কনিষ্ঠ পুত্র খুলনা প্রকৌশলীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল মুকুল বর্তমানে কানাডাতে পিএইচডিরত। তিনি প্রতি মাসে শিক্ষা কর্মকর্তা কর্মচারীদের নূন্যতম বেতন সম্মানি দিয়ে শিক্ষক কর্মচারীদের জীবনযাপনের ব্যবস্থা করে দিয়েছেন। 

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শিমুল বিল্লাল বাপি বলেন, আমাদের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা অনেক আন্তরিকতা নিয়ে ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান করে থাকেন। দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব এবং আধুনিক প্রযুক্তি নির্ভর ভবন থাকলেও অত্র প্রতিষ্ঠানে নেই কোনো ভবন। প্রয়োজনীয় আসবাবপত্র, বৃষ্টির  পানিতে এবং রোদ্দুরে ছাত্র-ছাত্রীদের খুব কষ্ট হয়। আমরা ভবনের জন্য শিক্ষা সংশ্লিষ্ট অনেক দপ্তরে আবেদন করেছি। কিন্তু এখনও পর্যন্ত আমরা কোন ভবন পাই নাই। 

চতুর্থ শিল্প বিপ্লব সকল করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নাই। আমাদের দেশে এখনো পর্যন্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজনের তুলনায় অনেক কম। সরকারের শিক্ষা মন্ত্রণালয় যদি পিটিডি সুন্দরবন টেকনিক্যাল এন্ড ভোকেশনাল স্কুল ও কলেজের মতন শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষাদানের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দেন। তাহলে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরো অনেক বেশি শিক্ষার্থীরা ভালো ফলাফল করে দক্ষ মানবসম্পদে পরিণত হবে।
 

//এল//

কোনো আঘাত এলে জবাব দিতে হবে: জাতীয় পার্টির মহাসচিব

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

অটোরিকশার ধাক্কায় প্রাণ হারালেন কলেজছাত্রী

রোহিঙ্গা নারীদের সুরক্ষা ও ভবিষ্যৎ নিয়ে একশনএইডের গবেষণা

বিএনপি সরকারে এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

এই অমানবিক হামলা কোনোভাবেই কাম্য নয়: শারমীন এস মুরশিদ

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি দল: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ: ইসি সচিব

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ: ইসি সচিব

ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ

মঞ্চ ৭১ গোলটেবিলে হামলা, নাগরিক অধিকার রক্ষার আহ্বান

সাশ্রয়ী মূল্যের পাটের ব্যাগ ব্যবহারে পরিবেশ উপদেষ্টার আহ্বান

চবি ও আশপাশে ১৪৪ ধারা জারি

হাইকোর্টের বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ