ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ০১ সেপ্টেম্বর ২০২৫

English

শিক্ষা

বন্যায় ৩ বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১২:৩১, ১০ জুলাই ২০২৫

বন্যায় ৩ বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

সংগৃহীত ছবি

দেশের কয়েকটি অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির জন্য স্থগিত করা হয়েছে ৩টি শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা। 

বৃহস্পতিবার (১০ জুলাই) কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা বন্যার ভয়াবহতার কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। 

আকস্মিক বন্যায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্লাবিত হওয়ায় ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডগুলো। তাদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

তিন বোর্ডের এ সিদ্ধান্তে সারাদেশে লাখো পরীক্ষার্থীকে অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে সংশ্লিষ্ট বোর্ডগুলো জানিয়েছে, শুধুমাত্র ১০ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তী দিনগুলোর পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

বোর্ডগুলোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি খুব শিগগিরই সংশ্লিষ্ট ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে পরীক্ষার্থীদের নিয়মিত খোঁজ রাখার জন্য নিজ নিজ প্রতিষ্ঠান ও বোর্ডের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় এ বোর্ডের অধীনে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ১৩ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে বলে জানানো হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

এ বিষয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমাদের বোর্ডের পরীক্ষা সারা দেশে একই প্রশ্নে একযোগে নেওয়া হয়। তাই কোনো নির্দিষ্ট এলাকায় সমস্যা দেখা দিলে আংশিক পরীক্ষা গ্রহণের সুযোগ থাকে না। এ কারণেই সারা দেশে ১০ জুলাইয়ের আলিম পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছি।

একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডও। 

বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর বলেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষাগুলো একই প্রশ্নপত্রে দেশজুড়ে একযোগে নেওয়া হয়। দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অঞ্চলে প্রতিকূল আবহাওয়া, জলাবদ্ধতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সারা দেশের পরীক্ষা স্থগিত করতে হয়েছে।
 

//এল//

কোনো আঘাত এলে জবাব দিতে হবে: জাতীয় পার্টির মহাসচিব

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

অটোরিকশার ধাক্কায় প্রাণ হারালেন কলেজছাত্রী

রোহিঙ্গা নারীদের সুরক্ষা ও ভবিষ্যৎ নিয়ে একশনএইডের গবেষণা

বিএনপি সরকারে এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

এই অমানবিক হামলা কোনোভাবেই কাম্য নয়: শারমীন এস মুরশিদ

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি দল: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ: ইসি সচিব

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ: ইসি সচিব

ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ

মঞ্চ ৭১ গোলটেবিলে হামলা, নাগরিক অধিকার রক্ষার আহ্বান

সাশ্রয়ী মূল্যের পাটের ব্যাগ ব্যবহারে পরিবেশ উপদেষ্টার আহ্বান

চবি ও আশপাশে ১৪৪ ধারা জারি

হাইকোর্টের বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ