
ছবি: উইমেনআই২৪ ডটকম
বাংলা একাডেমি পরিচালিত কম্পিউটার কোর্স ৯৮তম ব্যাচের ১৮৫ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় (২৪ এপ্রিল) বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাগৃহে একাডেমি পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ৯৮তম ব্যাচের সনদ প্রদান অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়।
সনদ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা এবং জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জি. এম. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণ উপবিভাগের উপপরিচালক মোসাম্মৎ শামীমা আক্তার।
ইউ