ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ১০ ফেব্রুয়ারি ২০২৫

English

শিক্ষা

বন্যাকবলিত অঞ্চলে এইচএসসি পরীক্ষা পরে হবে: শিক্ষামন্ত্রী

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৪, ৫ জুন ২০২৪

বন্যাকবলিত অঞ্চলে এইচএসসি পরীক্ষা পরে হবে: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় বন্যা পরিস্থিতি বিবেচনায় রেখে এবং সিলেট অঞ্চল নিয়ে মন্ত্রণালয় যথাযথ প্রস্তুতি রেখেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, আবহাওয়ার পূর্বাভাস ও পানি সীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধু সেখানে পরীক্ষা নেয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেয়া হবে।

বুধবার (৫ জুন) এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৪ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

সভা শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, আগামী ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এরই মধ্যে ৮টি বোর্ডের প্রশ্নপত্রের ট্রাংক পৌঁছে গেছে। ৩টিতে বাকি আছে। যথাসময়ে পৌঁছানো হবে। চলতি বছর ৯১ হাজার ৪৪৮ জন পরীক্ষার্থী বেড়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেয়া হবে।

তিনি বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন বা ডিভাইস নিতে পারবে না কেন্দ্রে। ওই কর্মকর্তার ফোন হবে ফিচার ফোন। আর পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে মোবাইল ফোন এবং এ-সম্পর্কিত সুবিধাসম্পন্ন ডিভাইসের ব্যবহার নিষিদ্ধ থাকবে।

২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুন শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

রুটিন অনুযায়ী, অধিকাংশ বিষয়ের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। তবে কয়েকটি বিষয়ের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৩০ জুন প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে।

ইউ

‘কথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে’

সাবেক মন্ত্রী দীপংকর তালুকদার গ্রেপ্তার

১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক 

ড. ইউনূস ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার উদ্যোগ নিয়েছেন: ফখরুল

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: রিজওয়ানা 

ড. মনিরুজ্জামান ছিলেন আধুনিক চিন্তাধারার বিজ্ঞানমনস্ক একজন মানুষ

প্রতিটি শিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান

গাজা কিনে নিতে চান ট্রাম্প

সরকারে বসে রাজনৈতিক দল গঠনের বিষয়ে মান্নার মন্তব্য

জানুয়ারিতে দুর্ঘটনায় প্রাণহানি ৭৫৪

দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৪.২২ শতাংশ

নীতি সুদহার ১০ শতাংশ রেখেই দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা

শাহবাগে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ

পরিবেশবান্ধব ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলুন: রিজওয়ানা

হোয়াটসঅ্যাপে সাইবার হামলা, টার্গেটে ২৪ দেশ