
অপরিবর্তিত থাকছে সুদহার
ঋণে সুদহারের সীমা তুলে নেয়ার কোনো পরিকল্পনা নেই বাংলাদেশ ব্যাংকের। এছাড়া বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য নির্ধারণের ক্ষমতা ধীরে ধীরে মার্কেটের ওপর ছেড়ে দিতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।
এসময় তিনি বলেন, সব ব্যাংককেই কমপ্লায়ান্স মেনে ব্যবসা করতে হবে। কোন ব্যাংকের মালিক কে, তা দেখা হবে না। কারণ ব্যাংকিং খাত শক্তিশালী হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে।
তিনি জানান, বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য নির্ধারণের ক্ষমতা ধীরে ধীরে মার্কেটের ওপর ছেড়ে দিতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এসময় অর্থনীতি চাপে রয়েছে উল্লেখ করে তা উত্তরণে আমদানি ব্যয় কমানো, মানি সাপ্লাই বাড়ানোর পরিকল্পনা নেয়াসহ বিভিন্ন উদ্যোগও তুলে ধরেন গভর্নর।
গভর্নর জানান, আর্থিক খাতের মতো ব্যাংকের ওপর যেন অনাস্থা না আসে তা সামনে রেখেই কাজ করা হচ্ছে। কোনো ব্যাংক বন্ধ করা উদ্দেশ্য নয়; তবে ব্যাংকগুলোর কমপ্লায়ান্স মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।
ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থপাচারের আলোচনা হলেও এ বিষয়ে কোনো সঠিক তথ্য নেই। তবে এলসি খোলার দিকে নজরদারি বাড়ানো হয়েছে।
বিদ্যমান অর্থনৈতিক সংকট কাটাতে মানি সাপ্লাই বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, ডলার সংকট কাটাতে আমদানি কমানোর উদ্যোগ নেয়ায় গত ৫ মাসে এলসি বাবদ ডলার ব্যয় কমে এসেছে ৪০ শতাংশ। তবে তাতে নিত্যপণ্যের সরবরাহের ক্ষেত্রে কোনো বিরুপ প্রভাব পড়েনি।
//জ//