ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ৩০ এপ্রিল ২০২৫

English

অর্থনীতি

স্মারক স্বর্ণ মুদ্রার দর আবারো বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৯, ২০ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:০০, ২০ এপ্রিল ২০২৫

স্মারক স্বর্ণ মুদ্রার দর আবারো বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক স্মারক স্বর্ণ মুদ্রার দর পুনঃনির্ধারণ করেছে, প্রতিটি মুদ্রার দাম ১৫ হাজার টাকা বাড়িয়ে দেড় লাখ টাকা করা হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে প্রতিটি মুদ্রার দাম ১০ হাজার টাকা বাড়িয়ে এক লাখ ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বৃদ্ধির কারণে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দর কার্যকর হয়েছে ২০ এপ্রিল রোববার থেকে। তবে স্বারক রৌপ্য মুদ্রার দর ৭ হাজার টাকায় অপরিবর্তিত রয়েছে। বর্তমানে তিন ধরনের স্মারক স্বর্ণ মুদ্রা রয়েছে, প্রতিটি মুদ্রা ২২ ক্যারেট মানের ১০ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে তৈরি। এসব মুদ্রা হলো: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১।

সাধারণভাবে স্মারক মুদ্রা শুধু বাংলাদেশ ব্যাংকের মতিঝিল ও অন্যান্য শাখা অফিসে পাওয়া যায়। মিরপুরে বাংলাদেশ ব্যাংকের টাকা যাদুঘরেও এই মুদ্রা বিক্রি করা হয়।

গত ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংক প্রতিটি স্মারক স্বর্ণ মুদ্রায় ১০ হাজার টাকা বাড়িয়েছিল। এর আগে গত বছর তিন দফায় প্রতিটি মুদ্রায় ২৫ হাজার টাকা বাড়ানো হয়েছিল। গত বছরের ১৪ অক্টোবর ও ১ সেপ্টেম্বর প্রতিটি মুদ্রায় ১০ হাজার এবং ১৬ জুলাই ৫ হাজার টাকা বাড়ানো হয়েছিল। স্বারক মুদ্রার দাম এক লাখ টাকা হয় ২০২৩ সালের ২৬ ডিসেম্বর।

স্বারক স্বর্ণ মুদ্রা ছাড়াও বিভিন্ন ধরনের রৌপ্য স্মারক ও কাগুজে স্মারক নোট রয়েছে, যা বিশেষ দিন বা স্থাপনাকে স্মরণীয় করে রাখতে ছাড়া হয়। বর্তমানে স্বর্ণ মুদ্রার বাইরে ১২ ধরনের স্মারক রৌপ্য মুদ্রা রয়েছে, যার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী, বঙ্গবন্ধু সেতু উদ্বোধন, এবং পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ স্মারক অন্তর্ভুক্ত রয়েছে।

ইউ

মোবাইল কোর্ট অভিযানে জরিমানা ও সতর্কবার্তা জারি 

মানবাধিকার লংঘনের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতের দাবি

হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত

এস আলমের দুটি কারখানা নিলামে

‘মানবিক করিডোর’ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন শফিকুল

‘দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করতে বলেনি সরকার’

এবার নুসরাত-অপু-ভাবনা-জায়েদ খানের নামে হত্যাচেষ্টার মামলা

সাবেক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স: পররাষ্ট্র উপদেষ্টা

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ

স্টারলিংক পেল বিটিআরসির লাইসেন্স

অপু -নিপুন-জায়েদ খান-নুসরাত ফারিয়াসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে মামলা

২০২৭ সালের জুনের পর থাকবে না করছাড়

ভারতের হামলা ’আসন্ন’ বলে দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

হেল্প ডেস্ক সাংবাদিকদের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ