ঢাকা, বাংলাদেশ

শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪

English

সারাদেশ

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চাচা-ভাতিজার জমজমাট লড়াই

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট থেকে

প্রকাশিত: ১২:৩২, ৫ মে ২০২৪

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চাচা-ভাতিজার জমজমাট লড়াই

ছবি সংগৃহীত

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে এবং মন্ত্রীর ছোট ভাই লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাচা-ভাতিজার জমজমাট লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন এই উপজেলার ভোটাররাও।  

২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষদিন মঙ্গলবার সাবেক মন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান আহমেদ এবং নুরুজ্জামানের ভাই বর্তমানের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ দুজনের কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি।

নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের এমপি হওয়ার পর থেকেই তার ভাই মাহবুবুজ্জামান আহমেদ টানা ১০ বছর কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিও তিনি।

জানা গেছে, ২০২২ সালে অনুষ্ঠিত কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাহবুবুজ্জামান আহমেদের স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাজেদা জামান প্রার্থী হওয়ার ঘোষণা দেন। কিন্তু সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ তার ভাইয়ের স্ত্রীকে দলীয় মনোনয়ন না দিয়ে নুর ইসলাম নামে আরেক প্রার্থীকে মনোনয়ন পাওয়ার ব্যবস্থা করে দেন বলে অভিযোগ করে মাহবুবুজ্জামানের পরিবার। এ থেকেই পরিবারিক দ্বন্দ্বের সূত্রপাত। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক মন্ত্রী নুরুজ্জামানের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হকের পক্ষে অবস্থান নেন মাহবুবুজ্জামান। ঐ সময় ভোটের মাঠে ভাইয়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক বক্তব্য দিয়ে ঝড় তোলেন তিনি।

বর্তমান চেয়ারম্যান মাহবুবুজ্জামানের সঙ্গে ভোটে প্রতিদ্বন্দ্বী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার ভাতিজা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর ২৩ এপ্রিল বাছাইয়ের দিন জেলা শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে করেন মাহবুবুজ্জামান। সেখানে তিনি অভিযোগ করেন, রাকিবুজ্জামান হলফনামায় কোটি টাকার সম্পদের তথ্য গোপন রেখেছেন। একই সঙ্গে উপজেলা নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কাও করেন তিনি।

সংবাদ সম্মেলনে মাহবুবুজ্জামান বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আমার বড় ভাই লালমনিরহাট-২ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। গত জাতীয় নির্বাচনে নুরুজ্জামান আহমেদ তার হলফনামায় পুত্রের সম্পদের তথ্য গোপন করেছেন। আর উপজেলা নির্বাচনে তার পুত্রও সম্পদের তথ্য গোপন করে হলফনামা জমা দিয়েছে।

মাহবুবুজ্জামান আহমেদ বলেন, সাবেক মন্ত্রীর ভাই হলেও তার সঙ্গে আমার তেমন কোনো সম্পৃক্ততা নেই। তা দলীয় শীর্ষ নেতারাসহ জেলাবাসীও জানেন। জনগণ ভোট দিয়ে আমাকে দীর্ঘদিন ধরে উপজেলার দায়িত্ব দিয়ে আসছেন। এবারও জনগণের দাবি পূরণে প্রার্থী হয়েছি। আশা করছি, বিপুল ভোটে ব্যবধানে বিজয়ী হয়ে উপজেলার মানুষের কল্যাণে কাজ করতে পারবো।

বৃহস্পতিবার ঘোড়া প্রতীক পেয়েছেন মাহবুবুজ্জামান আহমেদ। প্রতীক পেয়ে সুষ্ঠু ভোট হলেই জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি ভোট নিয়ে শঙ্কার কথা জানান তিনি।

প্রতিপক্ষ প্রার্থীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা নাকি একটি ভোট পেলেও চেয়ারম্যান হবেন; সাধারণ ভোটারদের মাঝে এমন অপপ্রচার ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি কীভাবে তারা বলতে পারে?

আনারস প্রতীক পেয়ে এমপিপুত্র রাকিবুজ্জামান আহমেদ বলেন, উপজেলার ভোটাররা তরুণ নেতৃত্ব খুঁজছেন। উপজেলার উন্নয়নে ভূমিকা রাখবো। জনগণ তরুণ নেতৃত্ব চায়। নতুনত্ব চায়। জনগণের দাবি পূরণে চেয়ারম্যান পদে নির্বাচন করছি। জনগণ আমার পাশে আছে। এছাড়া বাবা-মায়ের দোয়া সব সময় আমার সঙ্গে রয়েছে। আমার বিশ্বাস, আমি অনেক ভোটে বিজয়ী হবো।

চাচা-ভাতিজার ভোটের মাঠে এরকম লড়াইয়ের প্রভাব পড়েছে দলীয় নেতাকর্মীদের মধ্যেও। তারা কোন পক্ষে যাবেন এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। প্রকাশ্যে কেউ মুখ ফুটে কোনো কথাই বলতে চাচ্ছেন না।

উপজেলার ভোটমারী এলাকার হাফিজুল ইসলাম বলেন, একই পরিবার থেকে দুজন প্রার্থী হওয়ায় ভোট হাড্ডাহাড্ডি হবে। আমরা ভোটাররা এবার ভোটটাকে উপভোগ করবো।

তুষভান্ডার এলাকার এক বাসিন্দা জানান, উপজেলার ভোটাররা একটি পরিবারের হাতে এক প্রকার জিম্মি হয়ে পড়েছেন। তাদের হাত থেকে পরিত্রাণের জন্য একজন যুৎসই প্রার্থী খুঁজছেন ভোটাররা।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শাহজাহান প্রামাণিক (মাইক), সাবেক ছাত্রলীগ নেতা আবির হোসেন (টিউবয়েল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবদাস কুমার রায় (বৈদ্যুতিক বাল্ব), আওয়ামী লীগ নেতা কমল কৃষ্ণ সরকার (তালা), ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাব্বির আহম্মেদ (টিয়া পাখি) প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফা আক্তার (কলস) ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাজনীন রহমান (ফুটবল)  ও শিউলি রানী ( হাঁস) প্রতীক নিয়ে লড়ছেন।

ইউ

ঘূর্ণিঝড় নিয়ে সবশেষ যে তথ্য জানা গেল

আবারও বাড়ল স্বর্ণের দাম

বগুড়ায় হাজী সম্মেলন ও দোয়া মাহফিল

একটা জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব

বগুড়ায় কেজি দরে বিক্রি হচ্ছে লিচু

বাংলাদেশ ব্যাংক স্বাধীন সত্তা হারিয়েছে: ড. ফাহমিদা খাতুন

ধর্ষণের অভিযোগে সেই নিউটন গ্রেফতার

সরিষাবাড়ীতে ইউপি মেম্বারকে মারধর করা যুবলীগ নেতা গ্রেপ্তার

টিভির প্রতি আসক্ত হচ্ছে পোষ্যরা

লণ্ডভণ্ড বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচভেন্যু

ভারতে ভ্রমণ ভিসায় বাংলাদেশিদের ৩ দিনের নিষেধাজ্ঞা

পাহাড়ে বন্দুকযুদ্ধে নিহত ২, পার্বত্যে বিপুল অস্ত্র জব্দ

জিয়াউর রহমান বাকশালের সদস্য হয়েছিলেন: কাদের

তিন জেলায় বজ্রপাতে প্রাণহানি ৭

সুযোগ পেলেই ওরা ছোবল মারতে চায়: রাষ্ট্রপতি