
ছবি সংগৃহীত
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে গর্বিত করেছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরা। সদ্য সমাপ্ত এনএসএস জেরার্ড কে. ও’নিল স্পেস সেটেলমেন্ট ডিজাইন প্রতিযোগিতায় এই স্কুলের একটি দল ‘লার্জ গ্রুপ (গ্রেড ৯)’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। বিজয়ী দলের প্রকল্প ‘চিরন্তন আশ্রয়’ মহাকাশে মানুষের বসবাসের একটি স্বনির্ভর ও টেকসই সম্ভাবনার চিত্র তুলে ধরে।
নয় সদস্যের এই দলটিতে ছিলেন অদ্বৈত ভাস্কর, আহমাদ আবদুল্লাহ, আয়শা আফসারা ইয়াসমিন, সিয়াম আহমেদ, ইব্রাহিম আমিন, মুহায়ের মনযুর, আহনাফ তাহমিদ আরিয়ান, সাফওয়ান চৌধুরী ও কাজী আফসান রওনাক আনান। তারা একসঙ্গে প্রায় ৫৫ দিন ধরে কাজ করে তাদের উদ্ভাবনী পরিকল্পনা চূড়ান্ত করেন।
এবারের প্রতিযোগিতায় প্রায় ২৫টি দেশের ২৬ হাজারের বেশি শিক্ষার্থী ৪,৯০০টিরও বেশি প্রকল্প নিয়ে অংশ নেয়। রোমানিয়া, আয়ারল্যান্ড, বাংলাদেশ, ভারত এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দলগুলোর মধ্য থেকে গ্লেনরিচের ‘চিরন্তন আশ্রয়’ সেরা নির্বাচিত হয়।
‘চিরন্তন আশ্রয়’ প্রকল্পটি মহাশূন্যে, বিশেষ করে বামন গ্রহ সেরেসে, এক লক্ষ মানুষের জন্য উপযোগী একটি স্বনির্ভর ও টেকসই মহাকাশ বসতির ধারণা নিয়ে তৈরি। এতে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অবক্ষয় এবং মহাজাগতিক বিপদের মতো বৈশ্বিক সমস্যার সমাধানে বিজ্ঞানভিত্তিক চিন্তার প্রকাশ ঘটেছে। সৌরশক্তি নির্ভর এই প্রকল্প মোবিয়াস স্ট্রিপ থেকে অনুপ্রাণিত সৌর প্যানেল ব্যবহার করে দীর্ঘস্থায়ী জীবনধারার পথ নির্দেশ করে।
প্রতিযোগিতায় গ্লেনরিচের আরও দুটি দল উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ‘এক্সসার্টা’ নামের প্রকল্পটি স্মল গ্রুপ (গ্রেড ৯) বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে এবং ‘অ্যাটলাস’ প্রকল্পটি লার্জ গ্রুপ (গ্রেড ১১) বিভাগে ‘অনারেবল মেনশন’-এর স্বীকৃতি লাভ করে।
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ড. অম্লান কে সাহা এই অর্জনকে স্কুলের গর্ব বলে আখ্যা দেন। তিনি বলেন, “এই দলটি তাদের প্রকল্প বাস্তবায়নের জন্য ধারাবাহিক ও নিরলস পরিশ্রম করেছে। শিক্ষার্থীদের এ সৃজনশীলতা জলবায়ু সংকট ও মহাকাশে টেকসই ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনার দ্বার উন্মোচন করেছে।”
বিজয়ী দলের সদস্য আহমাদ আবদুল্লাহ বলেন, “আমরা এই প্রকল্পটি নিয়ে দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করেছি। আমাদের লক্ষ্য ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিকল্প পরিবেশ তৈরি করা। আজকের এই স্বীকৃতি আমাদের সেই স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবে।”
ন্যাশনাল স্পেস সোসাইটি (NSS), যুক্তরাষ্ট্রের এই আয়োজন শিক্ষার্থীদের মহাকাশবিষয়ক আগ্রহ, গবেষণা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করে। গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল টানা তিন বছর ধরে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য ধরে রাখল।
ইউ