ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪

English

জাতীয়

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহ্বান

উইমেনআই২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১০, ২০ ফেব্রুয়ারি ২০২৩; আপডেট: ১৯:০৩, ১ মার্চ ২০২৩

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহ্বান

ফাইল ছবি

যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘‘মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার সংগ্রাম ও আন্দোলনের গৌরবময় স্মৃতিবিজড়িত মহান ২১ ফেব্রুয়ারি ২০২৩ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সমাগত। যাঁদের আত্মদানে এই দিবসটি রঞ্জিত হয়েছে, ইতিহাসের মাইলফলক হিসেবে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে, বাংলাদেশ মহিলা পরিষদ বিনম্র শ্রদ্ধার সাথে তাঁদের স্মরণ করছে।’

‘এদেশের ভাষা আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীসমাজও সক্রিয় ভূমিকা পালন করেছে। ভাষাসংগ্রামের রক্তস্রোত ধারায় এদেশের মানুষের চেতনায় যে বাঙালি জাতীয়তাবাদ, মানবতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও ধর্ম নিরপেক্ষতা বিকশিত হয় তার পরিপূর্ণ প্রকাশ ঘটে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে।’

‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতির মধ্য দিয়ে আমাদের জাতীয় স্বাধীকারের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধ আন্তর্জাতিকভাবে স্বীকৃতির মাধ্যমে আমাদের জাতীয় স্বাধীকারের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অর্জন করেছে। এই চেতনাকে ধারণ করা ও রক্ষা করা, নারী-পুরুষ তথা সকল বাঙালির কর্তব্য।’

‘বাংলাদেশ মহিলা পরিষদের আহ্বান, আসুন আমরা ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল জনগোষ্ঠীর মাতৃভাষা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হই। মাতৃভাষা দিবসকে সামনে রেখে সকল প্রকার মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ করে নারী নির্যাতনমুক্ত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করি। ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করি,’৭২ এর সংবিধানে বিশ্বাসী, সচেতন, প্রগতিশীল, গণতান্ত্রিক মানবিক, নারী-পুরুষের সমতায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তুলি।’
 
‘বর্তমানে শিক্ষা ব্যবস্থার নানা সঙ্কট, দুর্নীতি, শিক্ষা কার্যক্রমে সাম্প্রদায়িকতা, জেন্ডার বৈষম্য, মুক্তিযুদ্ধ ও বাঙালির হাজার বছরের ঐতিহ্য বিনষ্ট করার জন্য সহ সুকৌশলে প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ গোষ্ঠী ত্রুটিমুক্ত পাঠ্যসূচিতে বাধাপ্রধান, শিক্ষানীতির বিরুদ্ধে অপপ্রচারসহ শিক্ষা কার্যক্রমকে নানাভাবে ব্যাহত করার প্রচেষ্টা চালাচ্ছে যা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বাধাগ্রস্থ হচ্ছে।’ 

‘বাংলাদেশ মহিলা পরিষদ সর্বস্তরে বাংলাভাষার ব্যবহার নিশ্চিতকরণের জন্য একমুখী বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক, মানবিক শিক্ষা নীতির বিরুদ্ধে অপপ্রচার, বন্ধ করে মানবিক, যুক্তিবাদী, জেন্ডার সংবেদনশীল, কুসংস্কারমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম ও মানবাধিকারের মূল্যবোধ সম্পন্ন শিক্ষানীতি ও পাঠসূচি প্রণয়ন, এনসিটিবিকে সমৃদ্ধ করে এদেশের অন্যান্য সকল জাতিগোষ্ঠীর জন্য মাতৃভাষা প্রতিষ্ঠা ও বিকাশের উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে।’’

ইউ

মারা গেলেন বিশ্বের সবচেয়ে লম্বা নারী

ঢাবির সিনেট সদস্য মনোনীত হলেন পাঁচ এমপি

১৫৩ রোহিঙ্গার ভুয়া জন্ম নিবন্ধন, জনপ্রতিনিধি বরখাস্ত

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইইউ’র অধিকাংশ দেশ

৭ বছরে ঢাকায় সবচেয়ে বেশি তাপমাত্রা বেড়েছে মহাখালী ও গুলিস্তানে

যেসব জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ

টরেন্টোতে অন্যস্বর’ এর বৈশাখের পঙক্তিমালা অনুষ্ঠিত 

নারী মাদকাসক্তদের ৭৮ ভাগই ইয়াবা ও গাঁজা সেবনকারী

শাকিবের তৃতীয় বিয়ে, মুখ খুললেন অপু বিশ্বাস

শুধু গরমে নয়, আয়রনের ঘাটতিতেও হয় প্রচণ্ড দুর্বলতা

তিন জেলায় আজ চালু হচ্ছে নতুন বিদ্যুৎ লাইন, সতর্কতা জারি

রাত ৮টার পর বন্ধ হচ্ছে শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান

 যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪ পুলিশ

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউ

সারাদেশে হিটস্ট্রোকে আরও ৩ জনের মৃত্যু