ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ০১ জুলাই ২০২৫

English

জাতীয়

মুরাদনগরে নারীকে ধর্ষণ ও নির্যাতনের নিন্দা, বিচারের দাবি

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১৩:১৬, ১ জুলাই ২০২৫

মুরাদনগরে নারীকে ধর্ষণ ও নির্যাতনের নিন্দা, বিচারের দাবি

ফাইল ছবি

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় ঘরে ঢুকে একজন নারীকে ধর্ষণ, বিবস্ত্র করে মারধর এবং মারধরের ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় নিন্দা ও ধিক্কার জানিয়ে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার ও আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে ৩৮ জন নাগরিক নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন। 

“গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) রাতে কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী নারী নিজেই পরদিন (শুক্রবার) দুপুরে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। 
এতে তিনি উল্লেখ করেন, ঘটনার ১৫ দিন আগে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে পূজা হচ্ছিল, বাবা-মাসহ পরিবারের সদস্যরা সেখানে যান। তিনি বাড়িতে একা ছিলেন, আনুমানিক রাত ১০ টার দিকে ফজর আলী নামক এক ব্যক্তি তাকে ঘরের দরজা খুলতে বলেন। তিনি দরজা খুলতে অস্বীকার করেন। একপর্যায়ে ফজর আলী ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এসময় শব্দ শুনে লোকজন এসে তাকে উদ্ধার করে, কিন্তু তাকে বিবস্ত্র অবস্থায় দেখে কয়েকজন তাকে মারধর করে এবং মারধরের ভিডিও ধারণ করে। বিবস্ত্র অবস্থায় মারধরের এ ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরে পুলিশ মূল অভিযুক্ত ফজর আলী এবং ওই নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিক নামের চারজনকে গ্রেপ্তার করেছে। 

ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ, তারপর তার ওপর নির্যাতন এবং নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেয়ার এই ঘটনার নিন্দা ও ধিক্কার জানাবার উপযুক্ত ভাষা আমাদের জানা নেই। আমরা এই বর্বরতার তীব্রতম প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ভয়াবহ এই ঘটনার ভুক্তভোগী নারীর নিরাপত্তা বিধানসহ তার ও তার পরিবারের সদস্যদের মনোসামাজিক সহযোগিতা এবং পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার, প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে দাবি জানাই। অভিযুক্তদের কয়েকজনকে গ্রেফতারই যথেষ্ট নয়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ধর্ষণের অভিযোগে অভিযুক্তসহ, নির্যাতনকারী ও ভিডিও ধারণ ও তা প্রচারে সহায়তারীসহ ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। সেই সাথে কোনো কোনো গণমাধ্যম  নির্যাতিত নারীর সাক্ষাতকার গ্রহণ করে তা প্রচারের সময় তার ছবি দেখিয়েছে, তা শুধু সংশ্লিষ্ট আইন ভঙ্গ করে নাই, ভুক্তভোগীর নিরাপত্তা ও সামাজিক মর্যাদাকেও ক্ষুণœ করেছে। গণমাধ্যমসমূহকে এ ধরনের সংবাদ প্রচার থেকে বিরত থাকা এবং আরো দায়িত্বশীল  হবার আহবান জানাচ্ছি।

এর পাশাপাশি সরকার, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলসমূহ, নাগরিক ও মানবাধিকার সংগঠন কর্মী, গণমাধ্যম কর্মী, নারী সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক, ধর্মীয় ও সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি সকলের প্রতি যত দ্রুত সম্ভব জাতীয় পর্যায় থেকে জেলা, উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে এই ধরনের নারী নির্যাতন ও নারীর উপর বর্বরতা রোধে নিয়মিত সচেতনতা, তদারকি ও প্রতিরোধ কাঠামো গড়ে তোলার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ” 

এই বিবৃতিতে যারা স্বাক্ষর করেছেন তারা হচ্ছেন :
১.    সুলতানা কামাল, মানবাধিকার কর্মী ও প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন, মানাবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন
২.    খুশী কবির, মানবাধিকারকর্মী ও সমন্বয়ক, নিজেরা করি
৩.    ড. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআই-বি
৪.    ব্যারিস্টার সারা হোসেন, অনারারি নির্বাহী পরিচালক, ব্লাস্ট
৫.    রাশেদা কে. চৌধুরী, নির্বাহী পরিচালক, গণস্বাক্ষরতা অভিযান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা
৬.    শিরীন পারভীন হক, সদস্য, নারী পক্ষ
৭.    শাহীন আনাম, নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন
৮.    ড. সুমাইয়া খায়ের, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়
৯.    অ্যাডভোকেট জেড আই খান পান্না, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
১০.    ড. শহিদুল আলম, আলোকচিত্রী ও লেখক
১১.    ড. গীতি আরা নাসরিন, অধ্যাপক, ঢাকা বিশ^বিদ্যালয়
১২.    এড. তাসলিমা ইসলাম, প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত), বেলা
১৩.    ড. স্বপন আদনান, ভিজিটিং প্রফেসর, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং পলিটিকাল সায়েন্স
১৪.    শামসুল হুদা, নির্বাহী পরিচালক, এএলআরডি
১৫.    ড. জোবাইদা নাসরীন, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়
১৬.    এড. সুব্রত চৌধুরী, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
১৭.    ড. শাহনাজ হুদা, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়
১৮.    রোবায়েত ফেরদৌস, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়
১৯.    তাসনীম সিরাজ মাহবুব, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়
২০.    ড. খায়রুল চৌধুরী, অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়
২১.    ড. নোভা আহমেদ, অধ্যাপক, নর্থ সাউথ বিশ^বিদ্যালয়
২২.    পাভেল পার্থ, পরিচালক, বারসিক
২৩.    নুর খান, মানবাধিকার কর্মী 
২৪.    মনীন্দ্র কুমার নাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
২৫.    ড. ফিরদৌস আজীম, অধ্যাপক, ইংরেজি ও মানবিক বিভাগ, ব্রাক বিশ^বিদ্যালয়
২৬.    ড. সাদাফ নূর, অধ্যাপক, ল্যানচেস্টার ইউনিভার্সিটি
২৭.    রেজাউল করিম চৌধুরী, নির্বাহী পরিচালক, কোস্ট ট্রাস্ট
২৮.    জাকির হোসেন, প্রধান নির্বাহী, নাগরিক উদ্যোগ
২৯.    ড. ফস্টিনা পেরেইরা, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
৩০.    রেহনুমা আহমেদ, লেখক ও গবেষক
৩১.    সায়দিয়া গুলরুখ, সাংবাদিক ও লেখক
৩২.    ফারজানা ওয়াহিদ সায়ান, সংগীত শিল্পী
৩৩.    অ্যাডভোকেট সাইদুর রহমান, প্রধান নির্বাহী, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন
৩৪.    রেজাউর রহমান লেলিন, গবেষক ও মানবাধিকারকর্মী
৩৫.    জবা তালুকদার, দুনিয়াদারি আর্কাইভ
৩৬.    সাঈদ আহমেদ, মানবাধিকার কর্মী
৩৭.    বারিশ হাসান চৌধুরী, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মী
৩৮.    হানা শামস আহমেদ, পিএইচডি গবেষক, ইয়র্ক বিশ্ববিদ্যালয়, কানাডা

//এল//

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান খালেদা জিয়ার

মিয়ানমারকে হারাতেও আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরা

‘সংস্কার নিয়ে বিএনপিকে দোষারোপ ঐক্যের জন্য সহায়ক নয়’

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

ব্রডব্যান্ডের দাম কমলো

ফেব্রুয়ারি-এপ্রিল লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি: সিইসি

অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ: আপিল শুনানির দিন ধার্য

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির সভা

হালদা নদীর অবক্ষয় রোধে কঠোর অবস্থান নিলেন উপদেষ্টা ফরিদা আখতার

ডেঙ্গুতে আবারো মৃত্যু, নতুন করে আক্রান্ত ৩৮৬

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ আসামির পক্ষে শুনানির দিন ধার্য

এবার আমরা নতুন দেশ গড়ার আন্দোলনে নেমেছি: নাহিদ ইসলাম

২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের অকাল মৃত্যুর শঙ্কা

প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার

নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ